প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Andre Russell: বিধ্বংসী রাসেলের স্ত্রী’কে চেনেন! যেকোনো হলিউড অভিনেত্রীকে হার মানাবে তার সৌন্দর্য

শুরু হয়েছে আইপিএল। ইতিমধ্যে প্রতিটি দল তাদের অভিযান শুরুর ম্যাচ খেলেছে। শুরুর প্রতিটি ম্যাচই রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। কোনো ম্যাচেই একতরফাভাবে কোনো টিম জয়লাভ করেনি। তবে এবার টুর্নামেন্ট শুরুর আগে সবথেকে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

শুরু হয়েছে আইপিএল। ইতিমধ্যে প্রতিটি দল তাদের অভিযান শুরুর ম্যাচ খেলেছে। শুরুর প্রতিটি ম্যাচই রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। কোনো ম্যাচেই একতরফাভাবে কোনো টিম জয়লাভ করেনি। তবে এবার টুর্নামেন্ট শুরুর আগে সবথেকে বেশি চর্চায় ছিল কলকাতা নাইট রাইডার্স দলটি। কারণ এই দল সবথেকে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে মিচেল স্টার্ককে। তবে প্রথম ম্যাচে সেভাবে জ্বলে উঠলেন না দামী বোলার। বরং এই ম্যাচে জ্বলে উঠলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বিগত বেজহ কয়েকটি সিজনে দলের লোয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। আর এই সিজন শুরুর ম্যাচেই নিজের ফর্ম বুঝিয়ে দিলেন রাসেল।

আইপিএল এর দ্বিতীয় রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারিয়ে মরশুম শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। চাপের মুহূর্তে বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরকে ম্যাচে ফেরান আন্দ্রে রাসেল। বেশ কয়েক মরশুম পর পুরনো আন্দ্রে রাসেলকে দেখল ইডেন। মাত্র ২৫ বল খেলে ৭ টি ছক্কা ও ৩ টি চার মেরে ৬৪ রান করেন রাসেল। কিন্তু জানেন কি এই ক্যারিবিয়ান তারকার ব্যক্তিগত জীবন কেমন? ক্রিকেট ছাড়া তার জীবনের ভালোবাসা কে? চলুন জেনে নেয়া যাক এই ক্যারিবিয়ান তারকার অর্ধাঙ্গিনী ও তাদের দাম্পত্য জীবন সম্পর্কে।

১৯৮৮ সালের এপ্রিল মাসে জ্যামাইকার কিংস্টনে জন্মগ্রহণ করেন রাসেল। ছোট থেকেই ক্রিকেটের প্রতি টান তার। সেই থেকে জীবনের প্রথম দুই ভালোবাসা হিসেবে ব্যাট ও বলকে খুঁজে পান আন্দ্রে। তবর জীবনের পরবর্তী ভালোবাসা হিসেবে জ্যাসিম লোরাকে খুঁজে পান তিনি। এই সুপার মডেল এখন রাসেলের ধর্মপত্নী। তাদের একটি মেয়েও রয়েছে। মেয়ের নাম আলিয়া রেখেছেন রাসেল দম্পতি। প্রায়ই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে আন্দ্রেকে চিয়ার করতে উপস্থিত হন তার স্ত্রী ও কন্যা। এককথায়, তারা সবসময় এই মানুষটির পাশে থাকতেই চান।

উল্লেখ্য, এই দুটি মানুষের পরিচয় ঘটে কাকতলীয় ভাবেই। এরপর ২০১৪ সালে এনগেজমেন্ট হয় দু’জনের। তারপর তারা লিভ-ইনে থাকা শুরু করেন। শেষমেষ ২০১৬-তে গাঁটছড়া বাঁধেন দু’জনে। সেই বছরই বিয়ে হয়। তারপর তাদের পরিবারে আসে ছোট্ট এক কন্যা, যার নাম আলিয়া রাখেন রাসেল দম্পতি। তবে জ্যাসিম লোরা যে শুধুমাত্র আন্দ্রের স্ত্রী তেমনটাও নয়, জ্যাসিম হল আন্দ্রের ‘লেডি-লাক’। আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্স সতীর্থদের সঙ্গে ৩১তম জন্মদিন পালন করার সময় নিজের মুখেই স্বীকার করেছিলেন যে তাঁর স্ত্রী’র কারণেই ব্যাট এবং বল হাতে এতটা ভালো পারফরম্যান্স করে পারেন।