দীর্ঘ পাঁচ শতাব্দী পর ফের রাম জন্মভূমি অযোধ্যার বুকে প্রতিষ্ঠিত হলেন ভগবান শ্রী রাম। সোমবার অভিজিৎ মুহূর্তে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বেলা ১২ টা বেজে ২৯ মিনিটে বিশেষ মন্ত্রপাঠের মাধ্যমে উদ্বোধন হয় রাম মন্দিরের। এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, আরএসএস প্রধান মোহন ভগবত সহ দেশের নানা প্রান্তের সাধু সন্তরা। এছাড়াও দেশের অনেক শিল্পপতি, খেলোয়াড় ও অভিনেতা-অভিনেত্রীরা অযোধ্যার পুণ্যভূমিতে সশরীরে হাজির হন এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে।
সোমবারের এই অনুষ্ঠানে যেন গোটা বলিউড হাজির হন অযোধ্যায়। এই তালিকায় যেমন নাম রয়েছে অমিতাভ বচ্চন ও অনুপম খেরের, তেমনই অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের শিল্পীদের মধ্যে হাজির ছিলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত সহ অনেকেই। সকলকেই এদিন ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়। বিশেষ করে অভিনেত্রীদের পরণে এদিন ছিল শাড়ি। কিন্তু এই শাড়িতেই বাজিমাত ঘটিয়েছেন কাপুর বাড়ির গৃহবধূ আলিয়া ভাট। তার শাড়ি এখন রীতিমতো ভাইরাল নেই দুনিয়ায়। কিন্তু কেন? তা এবার জেনে নিন।
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন রাম মন্দির প্রাঙ্গনে আলিয়াকে দেখা যায় একটি আকাশি রংয়ের সিল্কের শাড়িতে। জানা গেছে, এই শাড়িটি মাইসোর সিল্ক দিয়ে তৈরি। তবে শাড়ির উপরে যে সুতোর কাজ ছিল, তা ছিল নজরকাড়া। কারণ শাড়িটির উপর রামায়ণের বিভিন্ন চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই শাড়ি তৈরি করতে সময় লেগেছে ১০০ ঘন্টা। জানা গেছে, মুম্বইয়ের জনপ্রিয় ডিজাইনার লেবেল মধুরার থেকে এই শাড়িটি ৪৫ হাজার টাকায় কিনেছেন অভিনেত্রী।
সূত্রের খবর, এই শাড়ি একজন নয়, দুজন শিল্পী একত্রে কাজ করে বানিয়েছেন। এই শাড়ির আঁচলে রয়েছে বিভিন্ন কারুকার্য। আর এই সব শিল্পকর্মের মধ্যেই জীবন্ত হয়ে উঠেছে প্রভু রামের জীবনী। কারণ শাড়ির আঁচলে ডিজাইন করা রয়েছে রামায়ণের সব দৃশ্য। জানা গেছে, রামের শিব ধনুক ভাঙা থেকে ১৪ বনবাস, সমুদ্রের উপর সেতু নির্মাণ, সোনার হরিণ বধ সহ নানাবিধ ছবি জীবন্ত হয়েছে আলিয়ার এই শাড়িতে। এই কারণেই তার এই শাড়ি নেট দুনিয়ায় ভাইরাল। তবে স্ত্রীয়ের মতো এদিন রণবীর কাপুরকেও দেখা যায় ধুতি ও পাঞ্জাবি পরে থাকতে। এককথায়, এদিন সেলেবদের মধ্যে সবার মধ্যমনি ছিলেন রণালিয়া জুটিই।