প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Job: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন, অনলাইনে করা যাবে আবেদন

শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ কাজ হারিয়েছেন, কদু আবার কাজ খুঁজছেন। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির…

Published By: Debaprasad Mukherjee | Published On:

শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ কাজ হারিয়েছেন, কদু আবার কাজ খুঁজছেন। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অন্তর্গত পাবলিক সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। অভিজ্ঞতা না থাকলে পাওয়া যাবে এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

◆ শূন্যপদ: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফোরম্যান এবং এপরেন্টিসশিপ সুপারভাইজার পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ২৯ টি। এর মধ্যে তফসিলি জাতির জন্য শূন্যপদ ৭ টি, তফসিলি উপজাতির জন্য শূন্যপদ ৪ টি, অনগ্রসর শ্রেণীর জন্য শূন্যপদ ৬ টি, অসংরক্ষিত শ্রেণীর শূন্যপদ ২ টি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শূন্যপদ ২ টি। রাজ্য সরকারের বেতন কমিশন-১২ অনুযায়ী ৩৮,৫০০ টাকা থেকে ৯২,১০০ টাকা বেতন হবে।

◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যে পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে আবেদনের জন্য মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল বা কম্পিউটার সায়েন্স বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

◆ বয়সসীমা: এই পদের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছর। এক্ষেত্রে ০১.০১.২০২৪- তারিখে বয়সের হিসেব ধরা হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে।

◆ নিয়োগ প্রক্রিয়া: এই পদে নিয়োগের জন্য একটি নয়, তিনটি পরীক্ষা নেওয়া হবে। এর জন্য যোগ্য আবেদনকারীদের প্রথমে প্রিলিমিনারি বা অবজেক্টিভ টাইপ পরীক্ষা, এবং তারপর মেইন বা বর্ণনামূলক টাইপ পরীক্ষা এবং সবশেষে ইন্টারভিউ দিতে হবে।

◆ আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (ডাব্লুবিপিএসসি) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘অনলাইন রেজিস্ট্রেশন’ সম্পন্ন করুন। তবে আগে রেজিস্ট্রেশন করা থাকলে আর করতে হবেনা। এবার লগ ইন করতে আপনার পাসওয়ার্ড এবং আবেদনকারী বা তালিকাভুক্তি আইডি ব্যবহার করুন। সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিন। এরপর সব ডকুমেন্ট জমা দিয়ে আবেদনের ফি জমা দিন। শুধুমাত্র অসংরক্ষিত পুরুষ প্রার্থীদের ১৬০ টাকা আবেদন ফি দিতে হবে। তাহলেই সম্পুর্ন হবে আবেদন। আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৪।