করোনা অতিমারী এবং তার প্রভাবে লকডাউন কাটিয়ে ওঠার পরেই চাকরির আকাল শুরু হয়েছে দেশজুড়ে। বেকার যুবক ও যুবতীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এই চিত্রটা আরো বেশি ভয়ঙ্কর আমাদের রাজ্যে। তবে এবার বেকারদের সুখবর শোনালো রাজ্য সরকার। এবার পুলিশে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এর মাধ্যমে হাজার হাজার বেকার যুবক ও যুবতী সরকারি চাকরির স্বপ্নপূরণ করতে পারবেন।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একাধিক পদে পুরুষ ও মহিলাদের নিয়োগ হবে। শীঘ্রই শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া। এই বিষয়ে আগ্রহ থাকলে যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ দেখে নিন একনজরে।
◆ শূন্যপদ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ASI এবং LASI পদে নিয়োগ হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ১,১৭৮ টি।
◆ শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ASI ও LASI পদে আবেদনের জন্য আবেদনকারীকে আবশ্যিকভাবে ১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের যেকোনো বিভাগে নূন্যতম ৫ বছরের সার্ভিস সম্পূর্ণ করতে হবে। তবে কেবলমাত্র মহিলা কনস্টেবল পদে কর্মরত প্রার্থীরা LASI পদের জন্য আবেদন করতে পারবেন।
◆ আবেদন পদ্ধতি: এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। জন্য প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে প্রথমে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ ই এপ্রিল, ২০২৪।
◆ নিয়োগ প্রক্রিয়া: এই পদে নিয়োগের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে জেনারেল নলেজ, রাইটিং, আইন, ড্রিল এবং অস্ত্র সম্পর্কে প্রশ্ন থাকবে।