প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Job: রাজ্যের বিদ্যুৎ বিভাগে চাকরির সুযোগ, স্নাতকরা আবেদনপত্র পাঠাতে পারেন এই ঠিকানায়

কয়েকবছর আগেই কেটেছে করোনা অতিমারীর আতঙ্ক। সেই সময়ের ভয়াবহতার কথা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু ছবি। তবে সেসব এখন অতির। কিন্তু এই দুর্বিষহ সময় কাটিয়ে উঠে জনজীবন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কয়েকবছর আগেই কেটেছে করোনা অতিমারীর আতঙ্ক। সেই সময়ের ভয়াবহতার কথা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু ছবি। তবে সেসব এখন অতির। কিন্তু এই দুর্বিষহ সময় কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটলেও, এই সময়ে তীব্র মন্দা চাকরির বাজারে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই কমেছে বিজ্ঞপ্তি। একইভাবে বেসরকারি কর্মস্থলেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন। এই মর্মে সম্প্রতি পশ্চিমবঙ্গ ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কথা বলা হয়েছে। এই পদে নিয়োগের পর মোটা বেতন পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকরা আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখন একনজরে দেখে নিন যে কিভাবে আবেদন করবেন এইসব পদের জন্য।

◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী পরামর্শদাতা বা কনসালট্যান্ট পদে ৩ শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগের পর কমিশনের রেগুলেটরি অ্যাফেয়ার্স সংক্রান্ত কাজ করতে হবে। যদিও চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য হবে এই নিয়োগ। তবে পরবর্তীকালে বিবেচনা করে এই সময়কাল বাড়ানো হতে পারে। এই পদে যোগদান করার পর মাসে দেড় লাখ টাকা বেতন দেওয়া হবে।

◆ শিক্ষাগত যোগ্যতা: উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদনকারীকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ট্রেডে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর সঙ্গে আবেদনকারীকে বিদ্যুৎ বন্টন কিংবা সরবরাহ বিভাগে অন্তত ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কর্পোরেট বিভাগে ম্যানেজার পদে অন্তত ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা আবশ্যিক। তবে কোনও প্রার্থী বিদ্যুৎ নিয়ন্ত্রক বিভাগে আগে কাজ করে থাকলে তিনি অগ্রাধিকার পেতে পারেন।

◆ আবেদন পদ্ধতি: অফলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। তার জন্য প্রথমেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। সেখানেই ফরম পাওয়া যাবে। সেটিকে প্রিন্ট করিয়ে পূরণ করে বায়োডাটা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমানপত্রের প্রতিলিপি সহ ডাকযোগে পাঠাতে হবে। এক্ষেত্রে পাঠানোর ঠিকানা হল The Secretary, WBERC, Plot No: AH/5 (2nd & 4th Floor), Premises No: MAR 16-1111, Action Area -1A, New Town, Rajarhat, Kolkata 700163। এই পদের জন্য আবেদন করা যাবে ২৭ মার্চ, ২০২৪ অবধি।