প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Job: মোট ৭,২০০ শূন্যপদে নিয়োগ করবে মমতা সরকার, নূন্যতম যোগ্যতা থাকলেই করা যাবে আবেদন

বছরখানেক আগেই করোনাকালীন সময় পেরিয়েছে। এখন দেশের মানুষ স্বাভাবিক জনজীবনে ফিরলেও রয়ে গেছে কিছু দীর্ঘস্থায়ী সমস্যা। দীর্ঘ লকডাউনের রেখে যাওয়া একটি কুফল এখনো ভোগাচ্ছে অনেক মানুষকে। আর সেটি হল বেকারত্ব।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বছরখানেক আগেই করোনাকালীন সময় পেরিয়েছে। এখন দেশের মানুষ স্বাভাবিক জনজীবনে ফিরলেও রয়ে গেছে কিছু দীর্ঘস্থায়ী সমস্যা। দীর্ঘ লকডাউনের রেখে যাওয়া একটি কুফল এখনো ভোগাচ্ছে অনেক মানুষকে। আর সেটি হল বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। আপনিও যদি চাকরির চেষ্টা করেন এবং একটি সরকারি চাকরি খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য দারুন একটি সুযোগ হতে চলেছে। কারণ, এবার বিপুল পরিমাণ চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। এক হাজার বা দুই হাজার নয়, এবার একসাথে সাত হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। সম্প্রতি, এই বিষয়ে নবান্নের বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

জানা গেছে, খুন শীঘ্রই এই প্রসঙ্গে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার। নূন্যতম যোগ্যতায় মিলবে এই চাকরি। বিশেষ সূত্রে জানা গেছে, এবার রাজ্য সরকারের অধীনস্থ দুটি দফতরে এই নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে চাকরি দেওয়া হবে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের। জানা গেছে, মোট ৭,২০০ শূন্যপদে নিয়োগ করবে রাজ্য। বৃহস্পতিবার, নবান্নের বৈঠকে এই নিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে বলে খবর।

কিন্তু কোন দফতরে কতগুলি পদে নিয়োগ করা হবে? জানা গেছে, গ্রাম পঞ্চায়েতে মোট ৬,৬৫২ জনকে নিয়োগ করা হবে। আর পঞ্চায়েত সমিতিতে নিয়পগ করা হবে ৫৬৪ প্রার্থীকে। নূন্যতম যোগ্যতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে বলে জানা গেছে। তবে এখনো সঠিকভাবে জানা যায়নি যে কি যোগ্যতা থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। একইভাবে, এইসব পদে আবেদনের জন্য নূন্যতম বয়সসীমাও এখনো জানা যায়নি। তবে শীঘ্রই এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।