প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

WBPSC: ডিপ্লোমা ডিগ্রি থাকলেই মোটা বেতনের চাকরি, নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন

দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন। কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন। কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দারুন সুযোগ। গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ককর্বে পাবলিক সার্ভিস কমিশন। বাড়িতে বসে অনলাইনে এই পদের জন্য আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

◆ শূন্যপদ: পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৭ টি শূন্যপদে নিয়োগ হবে। আর এই নিয়োগ হবে টেকনিক্যাল অফিসার (টেক্সটাইল) পদের জন্য। এই পদে নিয়োগের পর প্রার্থীর বেসিক পে হবে ৩৫,৮০০ টাকা। পরবর্তীকালে বেতন বৃদ্ধি পেয়ে ৯২,১০০ টাকা হবে।

◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে পুরুষ ও মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। তবে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রয়েছে এক্ষেত্রে।আবেদনকারীকে অবশ্যই হ্যান্ডলুম বা টেক্সটাইল প্রযুক্তিতে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ডিগ্রির পাশাপাশি এই পোস্টে আবেদন করার জন্য বস্ত্র শিল্পের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রথমেই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। তপশিলি জাতি এবং উপজাতি ও বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি নেই। তবর তারা ভিনরাজ্যের হলে আবেদন ফি জমা দিতে হবে। বাকি সব চাকরিপ্রার্থীদের ২১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।