বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ভারতীয় মার্চেন্ট নেভি। সম্প্রতি, ভারতীয় মার্চেন্ট নেভির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। পরীক্ষায় পাশ করলেই হবে নিয়োগ। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী দেশব্যাপী মোট ৪,০০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, কুক পদে ২০৩ টি, মেস বয় পদে ৯২২ টি, ওয়েল্ডার ও হেল্পার পদে ৭৮ টি, ইলেকট্রিশিয়ান পদে ৪০৮ টি, নাবিক পদে ১,৪৩২ টি, ইঞ্জিন রেটিং পদে ২৩৬ টি এবং ডেক রেটিং পদে ৭২১ টি শূন্যপদে নিয়োগ হবে।
◆ বেতনক্রম: নিয়োগের পর ডেক রেটিং পদে বেতন হবে ৫০,০০০-৮৫,০০০ টাকা, ইঞ্জিন রেটিং পদে বেতন হবে ৪০,০০০-৬০,০০০ টাকা, নাবিক পদে বেতন হবে ৩৮,০০০-৫৫,০০০ টাকা, ইলেকট্রিশিয়ান পদে বেতন হবে ৬০,০০০-৯০,০০০ টাকা, ওয়েল্ডার ও হেল্পার পদে বেতন হবে ৫০,০০০-৮৫,০০০ টাকা, মেস বয় পদে বেতন হবে ৪০,০০০-৬০,০০০ টাকা এবং কুকের পদে বেতন হবে ৪০,০০০-৬০,০০০ টাকা।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যেসব পদের জন্য পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে আবেদন করতে হলে আবেদনকারীর জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। কুক পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে, মেস বয় পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে, ওয়েল্ডার ও হেল্পার পদে আবেদনের জন্য আবেদনকারীকে আইটিআই পাস হতে হবে, ইলেকট্রিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে আইটিআই পাস হতে হবে, নাবিক পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে, ইঞ্জিন রেটিং পদে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে এবং ডেক রেটিং পদে আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
◆ বয়সসীমা: পদ অনুযায়ী বয়সসীমা জেনে নিন। কুক পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২৭ বছরের মধ্যে, মেস বয় পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২৭ বছরের মধ্যে, ওয়েল্ডার ও হেল্পার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২৭ বছরের মধ্যে, ইলেকট্রিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২৭ বছরের মধ্যে, নাবিক পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২৫ বছরের মধ্যে, ইঞ্জিন রেটিং পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২৫ বছরের মধ্যে, ডেক রেটিং পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। আবেদন করতে গেলে যেসব নথির দরকার পড়বে সেগুলি হল, শিক্ষাগত শংসাপত্র, পাসপোর্ট, জন্ম সনদ, জাতীয়তা এবং পরিচয় প্রমাণ, মেডিকেল সার্টিফিকেট, স্পনসরশিপ লেটার (যদি প্রযোজ্য হয়), ক্যারেক্টার সার্টিফিকেট, প্রবেশিকা পরীক্ষার প্রবেশপত্র এবং ফলাফল, পাসপোর্ট আকারের ফটোগ্রাফ, প্রশিক্ষণ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ভিসা (যদি প্রয়োজন হয়)। আবেদনের শেষ তারিখ ৩০.০৪.২০২৪।