প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

TCS Job: কয়েকহাজার শূন্যপদে ফ্রেশার নিয়োগ করছে TCS, বেতনের প্যাকেজ সাড়ে ১১ লাখের কাছাকাছি

স্বাধীনতার পর থেকেই আইটি'র দুনিয়ায় পা রেখে ভারত। আর বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম আইটি কোম্পানি হল টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস। এটি একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতের সবথেকে পুরনো…

Published By: Debaprasad Mukherjee | Published On:

স্বাধীনতার পর থেকেই আইটি’র দুনিয়ায় পা রেখে ভারত। আর বর্তমানে ভারতের অন্যতম বৃহত্তম আইটি কোম্পানি হল টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস। এটি একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতের সবথেকে পুরনো এবং সবথেকে বড় তথ্যপ্রযু্ক্তি এবং বিপিও সংস্থা বলে পরিচিত বিশ্বের দরবারে। কারণ টিসিএস হল এশিয়ার সবথেকে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা। এই সংস্থায় বর্তমানে তিন লক্ষ উনিশ হাজারের বেশি কর্মী কাজ করেন। তাই টিসএসকে ভারতের অন্যতম বৃহৎ নিয়োগকারী সংস্থাও বলা যায়। এককথায় টাটা গ্রুপের এক অন্যতম স্তম্ভ হল টিসিএস।

এই কারণেই টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস বা টিসিএস-এ চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। বিশেষ করে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেন কিংবা কম্পিউটারের অন্যান্য বিভাগে পড়াশুনা করেন, তাদের কেরিয়ারের অন্যতম লক্ষ্য হয় টিসিএস-এর দরজা। কারণ টাটা গ্রুপের যেকোনো সংস্থায় চাকরি করে যেমন ভালো বেতনের প্যাকেজ পাওয়া যায়, তেমনই আরো অনেক সুযোগ সুবিধাও দেয় টাটা গ্রুপ। তবে সাধারণত ফ্রেশাররা এই কোম্পানিতে কাজের সুযোগ পান না। এক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে এবার ফ্রেশারদের জন্য রয়েছে বড় সুখবর।

জানা গেছে, শীঘ্রই ফ্রেশারদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস। আর এই বিষয়ে সম্প্রতি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্রেশারদের সুযোগ দিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এই অর্থবর্ষেই। এক্ষেত্রে এই পদের জন্য ২০২৪ ব্যাচের বিটেক, বিই, এমসিএ, এমএসসি এবং এমএস উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। আগামী ১০ এপ্রিল পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে বলে জানা গেছে। তাই হাতে আর সময় বেশি নেই।

জানা গেছে, এই নিয়োগের জন্য ফ্রেশারদের অগ্রাধিকার দেওয়া হবে। তার জন্য তাদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৬ এপ্রিল এই নিয়োগের জন্য পরীক্ষা নিতে পারে টিসিএস। এখানে রাজ্যের বেশ কিছু স্থানে ভোটের তারিখ বিবেচনা করে এই তারিখ বদলানো হতে পারে। তবে কত শূন্যপদে নিয়োগ হবে, তা এখনো জানা যায়নি। মনে করা হচ্ছে যে যেহেতু ২০২৩-২৪ অর্থবর্ষে ৪০ হাজার ফ্রেশারকে নিয়োগ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, তাই এবার সেই সংখ্যা বাড়তে পারে। নিয়োগের পর নিনজা ক্যাটেগরি, ডিজিটাল ক্যাটেগরি এবং প্রাইম ক্যাটেগরির আওতায় বেতন পাবেন কর্মীরা। নিনজা ক্যাটেগরির আওতায় বার্ষিক বেতন ৩.৩৬ লাখ টাকা, ডিজিটাল ক্যাটেগরির ৭ লাখ টাকা এবং প্রাইম ক্যাটেগরির ১১.৫ লাখ টাকা।