প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Bank Job: ম্যানেজার পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, এই ডিগ্রি থাকলে অনলাইনে আবেদন করুন

দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন। কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন। কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। সম্প্রতি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

◆ শূন্যপদ: ব্যাকলগ এবং রেগুলার মিলিয়ে মোট ৫০টি শূন্যপদে নকযোগ করা হবে। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ৩ স্তরের মধ্যে পড়ে এই পদ। নিয়োগের পর প্রথম ২ বছর প্রবেশনে রাখা হবে প্রার্থীদের। তারপর ফাইনাল নিয়োগ হবে। এই পদে মাসিক বেতন হবে ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা।

◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে পুরুষ ও মহিলা জর কেউ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর ব্যাস হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রয়েছে এক্ষেত্রে।আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়াও এমবিএ (ফিন্যান্স) বা পিজিডিবিএ বা পিজিডিবিএম বা এমএমএস (ফিন্যান্স) বা সিএ বা সিএফএ বা আইসিডব্লিউএ-র মতো ডিগ্রি থাকা আবশ্যক।

◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রথমেই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। তপশিলি জাতি এবং উপজাতির চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি নেই। বাকি চাকরিপ্রার্থীদের ৭৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করা যাবে ৪ মার্চ, ২০২৪ অবধি।