আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন। কেউ কেউ ব্যবসার চেষ্টা চালালেও সকলেই দিশাহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ম্যানেজার পদে নিয়োগ করা হবে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৮০ টি ম্যানেজারিয়াল শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদে মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা থেকে ১,০০,৩৫০ টাকা অবধি। বিজ্ঞপ্তিতে যেসব শূন্যপদের বিষয়ে বলা হয়েছে, সেগুলি হল- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট), ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট), ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাপ্লিকেশন সিকিউরিটি)।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। একইসঙ্গে অভিজ্ঞতার বিষয়ে অগ্রাধিকার মিলবে বলেও জানা গেছে। এই বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। এই পদের জন্য আবেদনকারীর বয়স ৩০ বছর থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
◆ নিয়োগ প্রক্রিয়া: এইসব পদের জন্য আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী প্রাথমিক বাছাই হবে। প্রাথমিক বাছাই পর্বের পর চূড়ান্ত বাছাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। আবেদন করা যাবে ৪ মার্চ, ২০২৪ অবধি।