ভারতে স্কিল ইন্ডিয়া বা ভারতের জাতীয় দক্ষতা উন্নয়ন মিশন চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এটি ভারতের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। আধুনিক দিনের বাজারের চাহিদার সাথে দেশের গ্রাম ও শহর থেকে দক্ষ কর্মচারী প্রস্তুত করার লক্ষ্যে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা স্কিল ইন্ডিয়া চালু করা হয়েছিল। ২০২২ সালের মধ্যে ৪০ কোটিরও বেশি নাগরিককে বিভিন্ন শিল্প প্রাসঙ্গিক দক্ষতার সাথে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে এই মিশনের জন্য একটি সুবিন্যস্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বাস্তবায়ন করা হয়।
এদিকে দেশে যখন ফিন দিন বেকারত্ব বাড়ছে, তাই এই অবস্থায় শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকারের এই মিশন। সম্প্রতি, কেন্দ্র সরকারের অন্তর্গত স্কিল ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: স্কিল ইন্ডিয়ার উদ্যোগে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, টার্নার ও ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ৮৬১ টি। এর মধ্যে অসংরক্ষিত শ্রেণীর ৩৪৫ টি, তফসিলি হাতির ১৩১ টি, তফসিলি উপজাতির ৬৭ টি, অনগ্রসর শ্রেণীর ২৩৩ টি, এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য ৮৫ টি শূন্যপদ রয়েছে। অ্যাপ্রেনটিস পদে নিয়োগ হবে। অর্থাৎ এই প্রশিক্ষণ পর নিয়োগের পর প্রার্থীরা রেল সহ অন্যান্য চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সরকারি নিয়মানুযায়ী এই প্রশিক্ষণ নেওয়ার সময় স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই প্রশিক্ষণ নেওয়ার আবেদনের জন্য আবেদনকারীকে আবশ্যিকভাবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। একইসঙ্গে এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে।
◆ বয়সসীমা: এই পদের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর। তবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা এক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
◆ আবেদন পদ্ধতি: এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে www.apprenticeshipindia.org- এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘অনলাইন রেজিস্ট্রেশন’ সম্পন্ন করুন। তবে আগে রেজিস্ট্রেশন করা থাকলে আর করতে হবেনা। এবার লগ ইন করতে আপনার পাসওয়ার্ড এবং আবেদনকারী বা তালিকাভুক্তি আইডি ব্যবহার করুন। সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে দিন। আবেদনের শেষ তারিখ ৯ মে, ২০২৪।