প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

School Teacher Job: জেলার সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিলেই মিলবে চাকরি

বর্তমানে বাংলার প্রায় প্রতিটি গ্রামেই রয়েছে প্রাইমারি স্কুল। এছাড়াও হাই স্কুলও তৈরি হচ্ছে প্রায় প্রতিটি গ্রামেই। কিন্তু প্রত্যন্ত এলাকায় স্কুল তৈরি হলেও সেইসব স্কুলের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমানে বাংলার প্রায় প্রতিটি গ্রামেই রয়েছে প্রাইমারি স্কুল। এছাড়াও হাই স্কুলও তৈরি হচ্ছে প্রায় প্রতিটি গ্রামেই। কিন্তু প্রত্যন্ত এলাকায় স্কুল তৈরি হলেও সেইসব স্কুলের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। কারণ বেশিরভাগ সরকারি স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা। তার অন্যতম কারণ হল এইসব সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা। এদিকে নিয়োগের অভাবে বাড়ছে বেকারত্বের পরিমান।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ রয়েছে। বিশেষ করে যারা শিক্ষকতার চাকরির প্রতি আগ্রহী এবং শিক্ষকতা করতে চান, তাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ। কারণ এবার মালদা জেলায় মিলবে শিক্ষকতার চাকরি। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি একাধিক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলার ওয়েবসাইটে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত।

● শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৬ শূন্যপদে নিয়োগ হবে। এইসব পদে অতিথি শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হবে। অতিথি শিক্ষক পদে নিযুক্তদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং গণিত পড়াতে হবে।

● কোন কোন স্কুলে শিক্ষক নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদা জেলার গভর্নমেন্ট মডেল স্কুল, ওল্ড মালদহ, গভর্নমেন্ট মডেল স্কুল, মানিকচক, গভর্নমেন্ট মডেল স্কুল, হাবিবপুর, গভর্নমেন্ট মডেল স্কুল, রতুয়া-১, গভর্নমেন্ট মডেল স্কুল, রতুয়া-২, গভর্নমেন্ট মডেল স্কুল, হরিশ্চন্দ্রপুর-১, গভর্নমেন্ট মডেল স্কুল (হরিশ্চন্দ্রপুর-২) এবং গভর্নমেন্ট মডেল স্কুল (কালিয়াচক-৩)-এই সব স্কুলে শিক্ষক নিয়োগ হবে।

● বয়সসীমা: এইসব পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তবে ৬৫ বছর বয়সে সব কর্মীদের অবসর নিতে হবে।

● শিক্ষাগত যোগ্যতা: অতিথি শিক্ষক পদে আবেদনের জন্য সেই বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। তবে অন্যান্য পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাশের মানদণ্ড রাখা হয়েছে।

● নিয়োগ পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। আগামী ১৮ ই মার্চ, ২০২৪ হবে এই ইন্টারভিউ। ওইদিন সকাল ১১ টার আগে প্রার্থীকে পৌঁছাতে হবে মালদহের মহকুমা আধিকারিকের সদর কার্যালয়ে। সঙ্গে সমস্ত নথি ও বায়োডাটা রাখতে হবে।