প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

SBI Jobs: স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে নিয়োগের আপডেট, কিভাবে তৈরি করবেন নিজেকে

ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। সেই কারণেই স্টেট ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগের পরীক্ষার দিকে তাকিয়ে আছেন সকলেই। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক মেইন পরীক্ষা আয়োজিত হতে চলেছে ২৫ ফেব্রুয়ারী এবং…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। সেই কারণেই স্টেট ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগের পরীক্ষার দিকে তাকিয়ে আছেন সকলেই। আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক মেইন পরীক্ষা আয়োজিত হতে চলেছে ২৫ ফেব্রুয়ারী এবং ০৪ শে মার্চ ২০২৪ তারিখে। মোট ৮,৭৭৩ জুনিয়র অ্যাসোসিয়েট পদগুলির জন্য ক্লার্ক মেইন পরীক্ষা পরিচালনা করতে চলেছে৷ তাই এই সুযোগটি হাতছাড়া করতে চান না তারা, যারা এই পরীক্ষার জন্য মুখিয়ে রয়েছেন। সেই কারণে এই পরীক্ষার জন্য মোক্ষম প্রস্তুতি চলছে আবেদনকারীদের মধ্যে। আর এই মুহূর্তে শেষ সময়ের সাজেশনের দরকার সবারই পড়ে।

এসবিআই ক্লার্ক ২০২৪ মেইন পরীক্ষায় ৪ টি বিভাগ রয়েছে যথা পরিমাণগত যোগ্যতা, যুক্তির ক্ষমতা, সাধারণ/আর্থিক সচেতনতা এবং কম্পিউটার যোগ্যতা এবং সাধারণ ইংরেজি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক নিয়োগের মেইন পরীক্ষায় মোট ১৯০ টি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলি সমাধান করার সময়কাল ২ ঘন্টা ৪০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে। তাই উত্তর দিতে হবে একশো ভাগ নিশ্চিত হয়েই। কারণ নেগেটিভ মার্কিংয়ে অনেকটা নম্বর বাদ পড়ে যায়।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষার কেন্দ্র, স্থান, পরীক্ষার সময় ইত্যাদি সহ রিপোর্টিং সময় প্রার্থীর এডমিট কার্ডে উল্লেখ করা হয়েছে। আপনি যদি এই ক্লার্ক পরীক্ষার জন্য আবেদনও পূরণ করেন এবং এখন মেইন পরীক্ষার শিফট-১ এবং শিফট-২-এরসময় সম্পর্কে জানতে চান, তাহলে সেটি জেনে নিন এবার৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক মেইন পরীক্ষা হয় দুটি শিফটে। সেই কারণে সঠিক সময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিয়ে তারপর সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো উচিত।

SBI ক্লার্ক মেইনস পরীক্ষায় চারটি বিভাগ থাকে: পরিমাণগত যোগ্যতা, সাধারণ ইংরেজি, যুক্তি এবং সাধারণ সচেতনতা। উল্লিখিত এই ৪ টি বিভাগের মধ্যে সাধারণ ইংরেজিতে ৪০ টি প্রশ্ন থাকবে, পরিমাণগত যোগ্যতা বিভাগে থাকবে ৫০ টি প্রশ্ন, রিজোনিং এবং কম্পিউটার বিভাগে থাকবে ৫০ টি করে প্রশ্ন। মোট প্রশ্নের সংখ্যা ১৯০ টি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক মেইনস পরীক্ষা ২০২৪-এর সর্বাধিক মার্কস হল ২০০। পরীক্ষার সময়কাল ২ ঘন্টা ৪০ মিনিট।