করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটে বছরখানেক আগেই। একে একে খুলে যায় সব বন্ধ দরজা। তবে এসব হলেও এই সময়ে চাকরির বাজারে তীব্র মন্দা চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
আর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। তবে এই অবস্থায় সুখবর শোনাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চ ইউনিট। স্নাতকোত্তর যোগ্যতায় মিলবে গবেষণার চাকরি। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে। এই পদে নিয়োগ পেলে মাসিক ৩১ হাজার টাকা বেতন, ফেলোশিপ ভাতা এবং ২৭ শতাংশ বাড়ি ভাড়া পাওয়া যাবে। অনলাইনে আবেদন করা যাবে এই শুন্যপদের জন্য। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।
■ শূন্যপদ: মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো পদে। জানা গেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ এবং ড. বিসি গুহ সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে ভিসেরাল লেশম্যানিয়াসিস বা কালাজ্বর সংক্রান্ত বিষয়ের উপর গবেষণার কাজের জন্য এই নিয়োগ করা হবে। বলে রাখা ভালো, এই রিসার্চ প্রোজেক্ট ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর অর্থপুষ্ট।
■ বয়সসীমা: এইসব শূন্যপদে চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
■ শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য একাধিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এক্ষেত্রে আবেদনকারীকে আবশ্যিকভাবে বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে। এছাড়াও আবেদনকারীর সিএসআইআর নেট বা ইউজিসি নেট বা গেট-এর শংসাপত্র থাকাও আবশ্যিক। তবে এক্ষেত্রে যারা এর আগে বায়োকেমিক্যাল বা বায়োফিজিক্যাল স্টাডিজ-এর উপর ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তারা এই পদের জন্য অগ্রাধিকার পাবেন।
■ আবেদন প্রক্রিয়া: এইসব শুন্যপদের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করার কথা জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে। আবেদনের শেষ তারিখ ১৩.০৩.২০২৪।
■ নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর যোগ্যতা বাছাই, অভিজ্ঞতা যাচাই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।