আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন। কেউ কেউ ব্যবসার চেষ্টা চালালেও সকলেই দিশাহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম। সম্প্রতি, ভারতীয় জীবন বীমা নিগমের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। স্নাতক ডিগ্রি থাকলে খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। ডিজিট্যাল প্রসেস ওনার পদে নিয়োগ হবে। এটি স্থায়ী অপদ নয়। সেই কারণে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। কাজের মেয়াদ ৩ বছর। শূন্যপদ রয়েছে ২ টি। তবে নিয়োগের পর মুম্বই সেন্ট্রাল অফিসে এসে কাজ করতে হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: অফিস অ্যাসিস্টেন্ট পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি পেয়ে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে অন্তত ৩ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
◆ বয়সসীমা: এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। এর জন্য প্রথমেই আবেদনকারীকে মোবাইল বা কম্পিউটার থেকে এলআইসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘হোমপেজ’-এ ‘কেরিয়ার’ অপশন পাবেন। এই অপশনে ক্লিক করলে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এর পর আবেদন ফি জমা দিতে হবে। সব শেষে প্রয়োজনীয় নথি জমা দিতে। আবেদনের শেষ তারিখ ০৮.০৪.২০২৪।