প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Job: দামোদর ভ্যালি করপোরেশনে অফিসার পদে চাকরির সুযোগ, বাড়িতে বসেই করুন আবেদন

দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি হল স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। ১৯৪৮ সালের ৭ জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইনের অধীনে এই কর্পোরেশন স্থাপিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি হল স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। ১৯৪৮ সালের ৭ জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইনের অধীনে এই কর্পোরেশন স্থাপিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের প্রায় সিংহভাগ বিদ্যুতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দামোদর ভ্যালি করপোরেশন বা ডিভিসি। দামোদর নদীর উপর একাধিক বাঁধ তুলে সেখানে জল আটকে রেখে তা থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়।

সেই কারণেই কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। আর এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ এসে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই বিদ্যুৎ উৎপাদন সংস্থায় এবার চাকরির সুযোগ রয়েছে। উচ্চপদস্থ এক পদে নিয়োগ করবে দামোদর ভ্যালি করপোরেশন। রবিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। এই পদের জন্য অনলাইনে বাড়িতে বসেই আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত তথ্য।

◆ শূন্যপদ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একটি শূন্যপদে নিয়োগ হবে। আংশিক সময়ের জন্য কনসালট্যান্ট (রেলওয়ে) পদে নিয়োগ হবে। এক বছরের জন্য এই নিয়োগ হবে বলে জানা গেছে। এক্ষেত্রে প্রার্থীর কর্মস্থল হবে ডিভিসি-র কলকাতার হেড অফিসে। তবে প্রয়োজনে তাকে বাইরের রাজ্যে যাতায়াত করতে হতে পারে।

◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন। মূলত ইন্ডিয়ান রেলওয়ে ট্র্যাফিক সার্ভিস বা আইআরটিএস-এর অবসরপ্রাপ্ত অফিসাররা এই পদের জন্য আবেদনযোগ্য। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। আবেদনকারীর পেনশন অনুযায়ী তার বেতন ঠিক করা হবে।

◆ নিয়োগ প্রক্রিয়া: এইসব পদে নিয়োগের জন্য সমস্ত নথি ও আগের চাকরির ট্র্যাক রেকর্ড যাচাইয়ের পর ইন্টারভিউ নেওয়া হবে। এভাবেই যোগ্যতার বিচার করে নিয়োগ হবে।

◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে ডিভিসিএই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে।এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান ককরে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। আবেদন করা যাবে ২৫ সে ফেব্রুয়ারি, ২০২৪ অবধি।