দেশের সবথেকে বড় গণ পরিবহণ মাধ্যম হল রেল। নিত্য দিন কোটি কোটি মানুষ নির্ভরশীল ভারতীয় রেলের উপর। পাশাপাশি দেশের কোণায় কোণায় ছড়িয়ে গিয়েছে রেল পরিষেবা। যা আরও বিস্তারের কাজ চলছে। সেই কারণে রেলে প্রতি বছর নিয়ম করে নিয়োগ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। যদিও গত কয়েকবছর ধরে রেলে সেভাবে নিয়োগ হয়নি। আর এই অভিযোগ উঠছিল দেশজুড়ে। চাকুরী প্রার্থীরা বিভিন্ন রাজ্যে এই মর্মে আন্দোলনও করেছেন। সেই কারণে ২০২৪ সালের শুরুতেই নিয়োগের ক্যালেন্ডার প্রকাশ করে রেল।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত ক্যালেন্ডার মোতাবেক রেলের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল এই মাসেই। আর হল তেমনটাই। মার্চের শেষে এবার রেলের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। বাড়িতে বসেই এই সব পদের জন্য আবেদন করা যাবে। একনজরে দেখে নিন এই শূন্যপদের বিস্তারিত।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। টিকিট কালেক্টর, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার এবং অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ হবে। নিয়োগের পর এইসব পদে ন্যূনতম মাসিক বেতন হবে ১৯,৯০০ টাকা এবং সর্বোচ্চ মাসিক বেতন হবে ১,১২,৪০০ টাকা।
◆ শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা: এখানে একাধিক পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাসজ করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
◆ নিয়োগ প্রক্রিয়া: এইসব পদে নিয়োগের জন্য একাধিক ধাপ পেরোতে হবে প্রার্থীদের। সিবিটি-১, সিবিটি-২, টাইপিং, ডিভি এবং মেডিকেল ধাপে পাশ করতে হবে প্রার্থীদের। এক্ষেত্রে সিবিটি-১ পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে ১০০ নম্বরের এবং সময় থাকবে ৯০ মিনিট। সিবিটি-২ পরীক্ষার ক্ষেত্রে মোট প্রশ্ন থাকবে ১২০ টি এবং সময় থাকবে ৯০ মিনিট। টাইপিং টেস্টে প্রার্থীকে ইংলিশে প্রতি মিনিটে ৩০টি ওয়ার্ড এবং হিন্দিতে প্রতি মিনিটে ২৫টি ওয়ার্ড টাইপ করার দক্ষতা রাখতে হবে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডেরএই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ঢুকে সবার আগে আবেদনকারীর রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথিকে স্ক্যান করে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে। এক্ষেত্রে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণী, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা।