বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রেল। এবার রেলের একাধিক পদে নিয়োগ হবে। কয়েকদিন আগেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের নিয়োগের ক্যালেন্ডার প্রকাশ করেছে। আর এই ক্যালেন্ডার অনুযায়ী, এবার টেকনিশিয়ান পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী টেকনিশিয়ান গ্রেড-১ মোট ১১০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। এছাড়াও টেকনিশিয়ান গ্রেড-৩ পদে মোট ৭৯০০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: উল্লিখিত পদে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীর আইটিআই প্রশিক্ষণ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
◆ বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৪ সালের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের প্রার্থীদের ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। জেনারেল ক্যাটাগরির আবেদনকারীর জন্য ৫০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। এছাড়াও তফসিলি জনজাতি, উপজাতি, ওবিসি, অবসরপ্রাপ্ত আবেদনকারীদের ২৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। মহিলা ও রূপান্তরকামীদের জন্যও আবেদন ফি ২৫০ টাকা দিতে হবে। ৯ ই মার্চ, ২০২৪ থেকে আবেদন করা যাবে ৮ ই এপ্রিল, ২০২৪ অবধি।