প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Railway Jobs: ২০২৪ সালে হাজার হাজার শূন্যপদে নিয়োগ করবে রেল, কোন মাসে কোন পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এবার ২০২৪ সালে দেশের বেকার যুবক ও যুবতীদের দুর্দান্ত সুযোগ দেবে ভারতীয় রেল। কারণ এবার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB একাধিক শূন্যপদে নিয়োগ করবে বছরের বিভিন্ন সময়ে। আর এবার বছরের শুরুতেই নিয়োগের ক্যালেন্ডার প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সেই ক্যালেন্ডার অনুযায়ী, অ্যাসিসট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ানস, নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি বা NTPC- গ্র্যাজুয়েট (লেভেল ৪, ৫ এবং ৬), নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি – আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল ২ এবং ৩), জুনিয়র ইঞ্জিনিয়ারস, প্যারামেডিক্যাল ক্যাটেগরিস, লেভেল ১ এবং মিনিস্ট্রেরিয়াল অ্যান্ড আইসোলেটেড পদে নিয়োগ করবে রেল। এবার একনজরে দেখে নিন যে কোন মাসে কোন পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

 

● জানুয়ারি-মার্চ: কয়েকদিন আগেই অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে এই পদের জন্য প্রথম পর্যায়ের ‘কম্পিউটার বেসড টেস্ট’ নেওয়া হবে।আগামী সেপ্টেম্বরে হবে দ্বিতীয় পর্যায়ের ‘কম্পিউটার বেসড টেস্ট’। আগামী নভেম্বরে হবে ‘অ্যাপটিটিউট টেস্ট’ হবে। তারপর নভেম্বর বা ডিসেম্বরে ফাইনাল প্যানেল রিলিজ করবে আরআরবি।

● এপ্রিল-জুন: আগামী মাসেই টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ৯,০০০ শূন্যপদে নিয়োগের জন্য প্রকাশ হবে এই বিজ্ঞপ্তি। মার্চ থেকে এপ্রিলের মধ্যে চলবে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া।

● জুলাই-সেপ্টেম্বর: বছরের মাঝামাঝি এই কয়েকমাসে নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি গ্র্যাজুয়েট (লেভেল-৪, ৫ এবং ৬), নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি – আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল-২ এবং ৩), জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

● অক্টোবর-ডিসেম্বর: ২০২৪-এর শেষ তিনমাসের সময়কালে লেভেল-১ এবং মিনিস্ট্রেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরিস পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে রেল।