বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ভারতীয় ডাকবিভাগ। সম্প্রতি, ভারতীয় ডাকবিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচটি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ-সি লেভেলে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যেহেতু গ্রুপ-সি পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাই এই পদে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। অন্তত ৩ বছর অবশ্যই হালকা ও ভারী চার চাকার গাড়ি চালাতে জানতে হবে। এছাড়াও আবেদনকারীকে মোটর মেকানিজম সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে।
◆ বয়সসীমা: এই পদে আবেদনের জন্য বয়সসীমা রাখা হয়েছে ১৮ থেকে ৫৬ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সে বিশেষ ছাড় আছে।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে দুটি পর্যায়ে। প্রথমেই ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তির ফরম ডাউনলোড করতে হবে। এরপর নির্ভুলভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ হবে। এরপর প্রয়োজনীয় সব নথির প্রতিলিপি ফরমের সঙ্গে যুক্ত করতে হবে। এক্ষেত্রে যেসব নথি দরকার পড়বে, সেগুলি হল- এক কপি পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও মার্কশিট, বৈধ ড্রাইভিং লাইসেন্স, জাতি গত শংসাপত্র ও বয়সের সংসা পত্র। শুধুমাত্র অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকার আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করা যাবে ১৯ মার্চ, ২০২৪ অবধি।