প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Job: ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগ করছে রাজ্য, চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া

পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকার যুবক ও যুবতীদের সংখ্যাটা। আর রাজ্যে একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সামনে আসায় এখন কার্যত দিশেহারা রাজ্যের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকার যুবক ও যুবতীদের সংখ্যাটা। আর রাজ্যে একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সামনে আসায় এখন কার্যত দিশেহারা রাজ্যের শিক্ষিত যুব সমাজ। তবে ছবিটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে এতটা ভয়াবহ, তা কিন্তু নয়। গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের সংখ্যা। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন।

আর এই অবস্থায় রাজ্যের বেকার যুবক ও যুবতীদের এক সুখবর শোনাল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েত স্তরে অনেক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্য সরকারের তরফে। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নানা শূন্যপদে নিয়োগ করা হবে। অর্থাৎ বর্তমানে যারা পশ্চিমবঙ্গের বুকে সরকারি চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত খবর হতে চলেছে। কারণ এবার অনেক শূন্যপদে নিয়োগ হবে। এখন একনজরে দেখে নিন এই কর্মখালির বিষয়ে বিস্তারিত কিছু তথ্য।

এই মর্মে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্যের পঞ্চায়েতের ও এক শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত ক্লার্ক, একাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর সহ রাজ্যের বিভিন্ন গ্রামে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে সব মিলিয়ে ১৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে। আর এইসব শুন্যপদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। এক্ষেত্রে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক পাশ সহ অন্যান্য উচ্চতর যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে এই কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এখনো এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। যদিও এখন রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন প্রার্থীরা। এর জন্য বিভিন্ন জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে বিজ্ঞপ্তিতে ঢুকলেই আবেদনের অপশন দেখতে পাবেন। সেখানে আগে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ভুলভাবে লিখতে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিঙ্গ, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি। মনে করা হচ্ছে যে লোকসভা ভোটের পরেই সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে।