পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকার যুবক ও যুবতীদের সংখ্যাটা। আর রাজ্যে একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সামনে আসায় এখন কার্যত দিশেহারা রাজ্যের শিক্ষিত যুব সমাজ। তবে ছবিটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে এতটা ভয়াবহ, তা কিন্তু নয়। গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের সংখ্যা। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন।
আর এই অবস্থায় রাজ্যের বেকার যুবক ও যুবতীদের সুখবর শোনাল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যের পঞ্চায়েতে অনেক শুন্য পদে শীঘ্রই হবে নিয়োগ, এমনটাই জানা গেছে নবান্ন সূত্রে। এর ফলে হাজার হাজার বেকার যুবক ও যুবতী কর্মসংস্থান পেতে চলেছেন বলে খবর। এখন একনজরে দেখে নিন কোন কোন পদে নিয়োগ হবে।
● সেক্রেটারি পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হলে এবং নূন্যতম ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট কোর্স করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রার্থীদের বেতনক্রম হবে ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা অবধি। আবেদনের প্রক্রিয়া জানতে দেখুন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটটি।
● এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হলে এবং নূন্যতম কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সাইন্স বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক করা থাকলে অগ্রাধিকার মিলবে। নিয়োগের পর প্রার্থীদের বেতনক্রম হবে ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা অবধি। আবেদনের প্রক্রিয়া জানতে দেখুন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটটি।
● নির্মাণ সহায়ক পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিপ্লোমা কোর্স করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রার্থীদের বেতনক্রম হবে ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা অবধি। আবেদনের প্রক্রিয়া জানতে দেখুন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটটি।
● গ্রাম সহায়ক পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে এবং নূন্যতম ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট কোর্স করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রার্থীদের বেতনক্রম হবে ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা অবধি। আবেদনের প্রক্রিয়া জানতে দেখুন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটটি।
● পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ হলে এবং নূন্যতম ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্সের সার্টিফিকেট কোর্স করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগের পর প্রার্থীদের বেতনক্রম হবে ১৭,০০০/- থেকে ৪৩,৬০০/- টাকা অবধি। আবেদনের প্রক্রিয়া জানতে দেখুন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটটি।