প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Job: কেন্দ্রীয় বিদ্যালয়ে নন-টিচিং স্টাফ নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন অনলাইনে

করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটে বছরখানেক আগেই। একে একে খুলে যায় সব বন্ধ দরজা। তবে এসব হলেও এই সময়ে চাকরির বাজারে তীব্র মন্দা চোখে পড়ে দেশজুড়ে।…

Published By: Debaprasad Mukherjee | Published On:

করোনা অতিমারী কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটে বছরখানেক আগেই। একে একে খুলে যায় সব বন্ধ দরজা। তবে এসব হলেও এই সময়ে চাকরির বাজারে তীব্র মন্দা চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।

আর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। তবে এই অবস্থায় সুখবর শোনাল কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ের সমিতি। এবার নূন্যতম যোগ্যতাতেই মিলবে চাকরি। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নবোদয় বিদ্যালয়ের সমিতি। জানা গেছে, বিভিন্ন নন-টিচিং শূন্যপদে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকারের নবোদয় বিদ্যালয়ের সমিতি। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।

■ শূন্যপদ: মোট ১,৩৭৭ শূন্যপদে নিয়োগ হবে। এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাল্টি টাস্কিং স্টাফ, মেস হেল্পার, ক্যাটারিং সুপারভাইজার, স্টেনোগ্রাফার ও কম্পিউটার অপারেটর পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রতিটি পদের বেতন স্কেল আলাদা। তবে পদ অনুযায়ী নূন্যতম ১৮,০০০ টাকা থেকে সর্বাধিক ১,১২,৪০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে নিয়োগের পর।

■ বয়সসীমা: এইসব শূন্যপদে চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়সসীমা রাখা হয়েছে একাধিক স্তরে। এক্ষেত্রে নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

■ শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রেই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তবে সব ক্ষেত্রেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীকে ভালোভাবে বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। গ্রুপ- ডি লেভেলের পদগুলির জন্য নূন্যতম মাধ্যমিক পাশ সহ স্কিল সার্টিফিকেট এবং গ্রুপ- সি লেভেলের পদগুলির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সহ প্রয়োজনীয় স্কিল সার্টিফিকেট থাকা আবশ্যক।

■ আবেদন প্রক্রিয়া: এইসব শুন্যপদের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করার কথা জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে নবোদয় বিদ্যালয়ের সমিতির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে। আবেদনের শেষ তারিখ ৪০.০৪.২০২৪।

■ নিয়োগ প্রক্রিয়া: অনলাইনে লিখিত পরীক্ষার মাধ্যমে রিসব শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজনের বিস্তারিত তথ্য জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।