পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকার যুবক ও যুবতীদের সংখ্যাটা। আর রাজ্যে একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সামনে আসায় এখন কার্যত দিশেহারা রাজ্যের শিক্ষিত যুব সমাজ। তবে ছবিটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে এতটা ভয়াবহ, তা কিন্তু নয়। গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের সংখ্যা। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন।
আর এই অবস্থায় রাজ্যের বেকার যুবক ও যুবতীদের সুখবর শোনাল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার। রাজ্যের খাদ্য দফতর, পৌরসভা, রাজ্য পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল ও রেলের কনস্টেবল শুন্য পদে শীঘ্রই হবে নিয়োগ, এমনটাই জানা গেছে নবান্ন সূত্রে। এর ফলে মাধ্যমিক পাশ যোগ্যতায় হাজার হাজার বেকার যুবক ও যুবতী কর্মসংস্থান পেতে চলেছেন বলে খবর। এখন একনজরে দেখে নিন কোন কোন পদে নিয়োগ হবে।
● খাদ্য দফতরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের নীচে। সবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন নিয়মানুযায়ী। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আবেদনের শেষ তারিখ ২৫.০৩.২০২৪।
● পৌরসভায় গ্রুপ-ডি পদে নিয়োগ: এখানে আবেদনকারীর কোনো নূন্যতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়নি। তবে সব প্রতিকূল অবস্থায় কাজ করতে সক্ষম হতে হবে প্রার্থীকে। আবেদনের জন্য ০১.০১.২০২৪-এর হিসেবে আবেদনকারীর বয়স কোনোভাবেই ৪০ বছরের বেশি হওয়া চলবে না। এই পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন ১৪.০৪.২০২৪-এর আগে।
● রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ: এই পদে আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ০৫.০৪.২০২৪।
● কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ০১.০১.২০২৪-এর মধ্যে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ তারিখ ০১.০৪.২০২৪।
● ভারতীয় রেলে কনস্টেবল পদে নিয়োগ: নূন্যতম যোগ্যতা হিসেবে আবেদনকারী কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আবেদন করতে হবার অনলাইনে। তার জন্য আপনাকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪.০৫.২০২৪।