প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Madhyamik-2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের সব সমস্যার সমাধান করবে পর্ষদ, চালু হল এই ৪ টি হেল্পলাইন নম্বর

পশ্চিমবঙ্গের শিশুদের বড় হওয়ার আগেই ভর্তি করা হয় স্কুলে। প্রথমে প্রাইমারি স্কুল, তারপর সেকেন্ডারি স্কুল। আর এই সেকেন্ডারি স্কুলের এক শিক্ষার্থীর মূল টার্গেট হলো মাধ্যমিক পরীক্ষা। কারণ একজন পড়ুয়ার জীবনের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

পশ্চিমবঙ্গের শিশুদের বড় হওয়ার আগেই ভর্তি করা হয় স্কুলে। প্রথমে প্রাইমারি স্কুল, তারপর সেকেন্ডারি স্কুল। আর এই সেকেন্ডারি স্কুলের এক শিক্ষার্থীর মূল টার্গেট হলো মাধ্যমিক পরীক্ষা। কারণ একজন পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। তবে এখানেই শেষ নয়, কারণ মাধ্যমিক পাস করার একবছর পর আরো একটি অন্যতম বড় পরীক্ষা হল উচ্চমাধ্যমিক। এই দুই পরীক্ষার ফলাফলের উপর এক শিক্ষার্থীর ভবিষ্যতের রূপরেখা নির্ধারিত হয়ে থাকে। তাই সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই দুটি পরীক্ষা।

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কয়েকদিন পরেই। ঠিক যেন দোরগোড়ায় এসে হাজির পড়ুয়াদের জীবনের প্রথমসবথেকে বড় পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার নির্ঘন্ট সামনে এসেছে। কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ রা ফেব্রুয়ারি থেকে। তবে এবছর পরীক্ষা শুরু হবে অন্য বছরের তুলনায় আগে। কারণ পর্ষদ তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯:৪৫ থেকে। আর এবার এই পরীক্ষা নিয়ে এলো আরেকটি বড় আপডেট।

এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার স্বার্থে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করলো পর্ষদ। জানা গেছে, ২৪ ঘন্টা চালু থাকবে এই হেল্পলাইন নম্বরগুলি। আগামী ১২ ই ফেব্রুয়ারি অবধি খোলা থাকবে এই হেল্পলাইন। তবে জোন অনুযায়ী আলাদা আলাদা হেল্পলাইন নম্বর রয়েছে। কলকাতার পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৯, বর্ধমানের পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুরের পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৫২ এবং উত্তরবঙ্গের পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৮।

তবে শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য নয়, পরীক্ষার ব্যবস্থাপনায় যেকোনো সাহায্যের জন্য একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। পর্ষদের তরফে একজোড়া এই কন্ট্রোল রুমের নম্বর চালু করা হয়েছে বলে জানা গেছে। কন্ট্রোল রুমের নম্বরগুলি হল, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৫৯ ২২৭৮। পরীক্ষাকেন্দ্রের জন্য ০৩৩ ২৩২১ ৩২১৬ এবং ০৩৩ ২৩২১ ৩৮৪৪ নম্বরগুলি চালু করা হয়েছে। এছাড়াও ইমেল মারফত যোগাযোগ করা যাবে এই বিষয়ে। একইসঙ্গে পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীকে আগাম শুভেচ্ছা জানিয়েছে।