বিগত সময়ের দীর্ঘ লকডাউনে যেমন বেড়েছে বেকারত্ব, তেমনই একইভাবে চাকরির আকাল বেড়েছে ব্যাপকভাবে। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে অনেক শুন্য পদে শীঘ্রই হবে নিয়োগ, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। এখন একনজরে দেখে নিন যে কোন দফতরে আসন্ন সময়ে নিয়োগ করতে পারে মমতা সরকার।
সম্প্রতি, জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিস, হাওড়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, ক্লার্ক অর্থাৎ গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের পর মাসিক বেতন হবে ১২ হাজার টাকা।
এখন জেনে নিন যে এই পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে যে ক্লার্কের পদের জন্য পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে আবেদন করতে হলে আবেদনকারীকে আবশ্যিকভাবে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে গ্র্যাজুয়েটরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই বিজ্ঞপ্তিতে বয়সের কোনো সীমা দেওয়া হয়নি। তাই এই তথ্যটি দিতে আমরা অপারগ।
এই পদে কোনো পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ। তবে প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের দক্ষতা বিচার করে তবেই নিয়োগপত্র দেওয়া হবে। এবার জেনে নিন এই পদের আবেদন পদ্ধতি সম্পর্কে। অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে। এর জন্য প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিস, হাওড়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গেলেই এই যুদের বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেই বিজ্ঞপ্তিতে ঢুকে নির্ভুলভাবে ফরম পূরণ করুন। তারপর সাবমিট করুন।