প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Metro Jobs: কলকাতা মেট্রোর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই মিলবে চাকরি

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে অনেকেই নানা খুচরো কাজে নিজেদের নিয়োজিত করছেন। এর মাঝে আবার অনেক ক্ষুদ্র সংস্থা তাদের আশার আলো দেখাচ্ছে। আর এবার এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি, কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

● শূন্যপদ: কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড হিসাবরক্ষক পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। উল্লিখিত পদের জন্য শূন্যপদগুলি চুক্তিভিত্তিক নিয়োগ হবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারেন।

● শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই এই শুন্যপদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখানেই বিস্তারিতভাবে বলা রয়েছে এই শুন্যপদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার বিষয়ে বিস্তারিত তথ্যাবলী।

● আবেদন পদ্ধতি: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা হিসাবরক্ষক পদে আবেদনের করতে পারবেন অফলাইন পদ্ধতিতে। এর জন্য প্রথমেই আবেদনকারীকে মোবাইল বা কম্পিউটার থেকে খুলতে হবে কলকাতা মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইটটি। এবার এই বিজ্ঞপ্তির পুরো ফাইল ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি সব তথ্য নির্ভুলভাবে লিখে পূরণ করতে হবে। আবেদনপত্রর সঙ্গে প্রয়োজনীয় সব নথির প্রতিলিপি জুড়ে দিতে হবে। তারপর সেটি পাঠাতে হবে এই ঠিকানায়- General Manager/ Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021। অফলাইনে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১০.০৪.২০২৪।

● নিয়োগ প্রক্রিয়া: এই পদে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবেনা। শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই যোগ্য চাকুরীপ্রার্থীদের বেছে নেওয়া হবে। তাই অনেকের ক্ষেত্রে এটি একটি দারুন সুযোগ হতে চলেছে।