প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Govt Job: মাধ্যমিক পাশ যোগ্যতায় সরকারি চাকরি! অনলাইন নয়, এই উপায়ে ড্রপবক্সে জমা দিতে আবেদনপত্র

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে অনেকেই নানা খুচরো কাজে নিজেদের নিয়োজিত করছেন। এর মাঝে আবার অনেক ক্ষুদ্র সংস্থা তাদের আশার আলো দেখাচ্ছে। আর এবার এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্যের একটি পুরসভা। এবার মহিলাদের জন্য চাকরির খবর প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি সামনে এনেছে দক্ষিণবঙ্গের এই পুরসভা। সম্প্রতি, খড়্গপুর পুরসভার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে একাধিক শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে অনারারি হেল্থ ওয়ার্কার্স বা HHW পদে নিয়োগ করতে চলেছে খড়্গপুর পুরসভা। এই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৯ টি শূন্যপদে পদে নিয়োগ করা হবে। আর এইসব পদের জন্য বিবাহিতা বা ডিভোর্সি বা বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। সবথেকে বড় বিষয় হল, এই পদের জন্য মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে স্বীকৃত কোনও বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের পারফরম্যান্স অনুযায়ী হবে নিয়োগ। এইসব পদের জন্য যোগ্য আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ২২ থেকে ৪০ বছর বয়সী হলেই আবেদন করতে পারবেন।

এইসব পদের জন্য অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে তার ফিলাপ করে ড্রপ বক্সে জমা করতে হবে। এর জন্য প্রথমেই https://www.kharagpurmunicipality.org/-এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর এই নিয়োগের নোটিস থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট করাতে হবে। তারপর সেই ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। এর সঙ্গে উল্লিখিত সমস্ত নথির প্রতিলিপি জুড়তে হবে। এরপর এই সম্পূর্ন নথিটিকে একটি মুখবন্ধ খামে ভরে জমা দিতে হবে খড়্গপুর পুরসভার নির্দিষ্ট ড্রপবক্সে। জমা দেওয়া ঠিকানা হল: Office of the Kharagpur Municipality, PO- Kharagpur, Dist- Paschim Medinipur, PIN- 721301. আবেদনপত্র জমা নেওয়া হবে ৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ অবধি।