কয়েকবছর আগেই কেটেছে করোনা অতিমারীর আতঙ্ক। সেই সময়ের ভয়াবহতার কথা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু ছবি। তবে সেসব এখন অতির। কিন্তু এই দুর্বিষহ সময় কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটলেও, এই সময়ে তীব্র মন্দা চাকরির বাজারে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই কমেছে বিজ্ঞপ্তি। একইভাবে বেসরকারি কর্মস্থলেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
আর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। কেউ কেউ আবার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়। অনেকেই আবার চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তবে এই অবস্থায় সুখবর শোনাল জেলা প্রশাসনিক বিভাগ। এবার বাঁকুড়া জেলা প্রশাসনিক বিভাগে মিলবে চাকরি। একাধিক শুন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বাঁকুড়া জড়লা প্রশাসন। তবে এক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই চাকরির সুযোগ পাবেন। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।
● শূন্যপদ: বাঁকুড়া জেলা প্রশাসনের ওয়েবসাইটে এই নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ‘কেস ওয়ার্কার’ পদে নিয়োগ করা হবে। তবে চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। অর্থাৎ, স্থায়ী নিয়োগ নয় এটি। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে শুধুমাত্র মহিলারাই এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এই পদে নিযুক্ত হলে সেইসব মহিলা মাসিক ১৫ হাজার টাকা বেতন পাবেন।
● বয়সসীমা: এই চাকরিতে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা ঘোষণা করা হয়নি প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
● শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড বিস্তারিত দেওয়া হয়েছে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে। তবে এই শুন্যপদের জন্য যোগ্য বিবেচিত হতে হলে প্রার্থীকে অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে। এক্ষেত্রে কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিককার মিলবে। একইভাবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক। বাদবাকি বিস্তারিত তথ্য জেনে নিন প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে। এটি ওয়াবেন বাঁকুড়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে।
● আবেদন প্রক্রিয়া: এইসব শুন্যপদের জন্য আবেদনকারীদের অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে সেটিকে পূরণ করে জমা দিতে হবে জেলা প্রশাসনের দফতরে। এর জন্য প্রথমেই বাঁকুড়া জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই শুন্যপদের বিজ্ঞপ্তি খুঁজে নিতে হবে। এবার সেটিকে ডাউনলোড করলে সেখানে পেয়ে যাবেন আবেদন পত্র। সেটির প্রিন্ট আউট নিয়ে সেটিকে পূরণ করে নির্দিষ্ট নথি সহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরে। আবেদনের শেষ তারিখ ২৫.০২.২০২৪।