প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Job Vacancy: রাজ্যের বিভিন্ন লাইব্রেরিতে চাকরির সুযোগ, পুরুষ ও মহিলা উভয়েই আবেদনযোগ্য

শিক্ষক নিয়োগ নিয়ে যখন রাজ্যে দুর্নীতির জাল ফাঁস হয়েছে, সেই অবস্থাতে এখনো শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। যদিও এখন শিক্ষকতার চাকরি পাওয়া মুখের কথা নয়। কারণ আজকাল শিক্ষক…

Published By: Debaprasad Mukherjee | Published On:

শিক্ষক নিয়োগ নিয়ে যখন রাজ্যে দুর্নীতির জাল ফাঁস হয়েছে, সেই অবস্থাতে এখনো শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। যদিও এখন শিক্ষকতার চাকরি পাওয়া মুখের কথা নয়। কারণ আজকাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে হলে তার আগে প্রশিক্ষণমূলক কোর্স করা বাধ্যতামূলক। এক্ষেত্রে প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য ডি.এল.এড কোর্স করতে হয়। এছাড়া, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা হওয়ার জন্য বি.এড কোর্স করতে হয়। তবে এবার শিক্ষকতার সুযোগ না পাওয়া গেলেও লাইব্রেরিতে চাকরির সুযোগ রয়েছে।

যারা চাকরির আশায় বসে রয়েছেন, তাদের জন্য রাজ্যের বিভিন্ন লাইব্রেরিতে দারুন সুযোগ রয়েছে। কারণ এবার রাজ্যের বিভিন্ন লাইব্রেরিতে নিয়োগ হতে চলেছে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পজরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন এই পদের জন্য। অনলাইনে করা যাবে আবেদন এখন একনজরে দেখে নিন এইসব শুন্যপদের বিস্তারিত।

◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের বিভিন্ন লাইব্রেরিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। এই পদে কর্মরত কর্মীর মাসিক বেতন হবে ৫৭,৭০০ টাকা। তবে কতগুলি শূন্যপদ রয়েছে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। এক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় লাইব্রেরী সাইন্স অথবা ইনফরমেশন সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

◆ বয়সসীমা: এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

◆ আবেদন পদ্ধতি: এইসব পদে জন্য অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর সব তথ্য নির্ভুলভাবে দিতে হবে। এবার প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে স্ক্যান করে। তারপর জমা দিতে হবে আবেদন ফি। তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, ইডাব্লিউএস এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১০০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর প্রার্থীদের ২০০০ টাকা জমা দিতে হবে আবেদন ফি হিসেবে। আবেদনের শেষ তারিখ ২০.০৪.২০২৪।