প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Manoj Kr. Sharma: আরেক মাইলফলক ছুঁলেন 12th Fail মনোজ কুমার শর্মা, সাফল্যের মুকুটে নতুন পালক

কয়েকমাস আগেও IPS মনোজ কুমার শর্মার নামটা এতটা পরিচিত ছিল না ভারতে। কিন্তু '12th Fail' সিনেমা থেকেই এই নামটিকে বিখ্যাত হয়েছে দেশজুড়ে। যে সিনেমা নিয়ে চারদিকে এত চর্চা হয়েছে, সেই…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কয়েকমাস আগেও IPS মনোজ কুমার শর্মার নামটা এতটা পরিচিত ছিল না ভারতে। কিন্তু ’12th Fail’ সিনেমা থেকেই এই নামটিকে বিখ্যাত হয়েছে দেশজুড়ে। যে সিনেমা নিয়ে চারদিকে এত চর্চা হয়েছে, সেই সিনেমার আসল হিরো কিন্তু তিনিই। স্কুলের পরীক্ষায় ফেল করেও তিনি দমে যাননি। তাই সেদিনের ওই বখাটে ছেলেটা আজ বড় এক পুলিশ অফিসার হতে পেরেছে। তার লড়াইয়ের গল্প রুপোলি পর্দায় দেখে অনেকেরই চোখ ভিজেছে, আবার অনেকেই তাকে দেখে লড়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। আর এবার বাস্তব জীবনের হিরো IPS মনোজ কুমার শর্মার পদোন্নতি ঘটল।

দার্শনিকরা বলেন, জীবনের যেকোনো লড়াই জিততে হলে পরিশ্রম ও অধ্যাবসায় হল বিকল্পহীন দুটি পথ। আর সিভিল সার্ভিসের মতো সম্মানীয় কোনো চাকরি পাওয়ার জন্য সেই বিকল্পগুলো কঠিন হয়ে পড়ে। কারণ এই উচ্চপদস্থ সরকারি চাকরির পাওয়ার জন্য পাশ করতে হয় UPSC পরীক্ষা। সে এক কঠিন পরীক্ষা। অক্লান্ত পরিশ্রম করে সেই স্বপ্ন জয় করে দেখিয়েছেন অনেকে। তবে এমন কিছু মানুষ আছেন যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে চরম ব্যর্থ হওয়ার পরেও সফল হয়েছেন। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন তারা। আর তেমনই অদম্য একটি লড়াকু মানুষের নাম মনোজ কুমার শর্মা।

আর এই লড়াকু মানুষটি এবার ছুঁয়ে ফেললেন সাফল্যের আরেক মাইলফলক। কারণ সম্প্রতি প্রমোশন পেয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের আইপিএস-দের প্রমোশন দেওয়া হয়েছে। সেই মোতাবেক মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল বা DIG থেকে এবার ইনস্পেক্টর জেনারেল বা IG হলেন মনোজ। এই খবর তিনি নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মনোজ তার জীবনের গ্রাফ প্রকাশ করে লিখেছেন, ‘ASP হিসেবে যাত্রা শুরু হয়েছিল, আজ ভারত সরকারের নির্দেশে IG হওয়া পর্যন্ত পৌঁছলাম। এই দীর্ঘযাত্রাপথে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের মোরেনার বাসিন্দা এই মনোজ কুমার শর্মা। ছোট থেকেই পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না তিনি। সেই কারণেই দশম শ্রেণীর পরীক্ষাতে পাশ করেছিলেন থার্ড ডিভিশনে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় মাতৃ ভাষা হিন্দি ছাড়া বাকি সব বিষয়ে ফেল করেন তিনি। পড়াশোনায় এই ব্যর্থতার দরুন টেম্পো চালাতে শুরু করেন তিনি। সেখানেই তাঁর জীবনে আসে নতুন মোড়। জীবিকা নির্বাহের পাশাপাশি চলতে থাকে পরীক্ষার প্রস্তুতি। তিনবার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর চতুর্থবারে সারা ভারতে ১২১ তম স্থান নিয়ে উত্তীর্ণ হন UPSC পরীক্ষায়। তারপরের কাহিনী সবার জানা। ব্যর্থ হয়েও যে সফলতার স্বাদ পাওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন মনোজ কুমার শর্মা।