ইনফোসিস হল একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতের অন্যতম পুরনো এবং প্রধান তথ্যপ্রযু্ক্তি সংস্থা। ইনফোসিস অর্থ, বীমা, উৎপাদন এবং অন্যান্য ডোমেনের সংস্থাগুলি সফ্টওয়্যার বিকাশ, রক্ষণাবেক্ষণ এবং স্বতন্ত্র বৈধকরণ পরিষেবা সরবরাহ করে। সেই কারণে এই কোম্পানিতে চাকরির স্বপ্ন অনেকেই দেখেন।বর্তমানে ইনফোসিস কোম্পানিতে দুই লক্ষের বেশি কর্মী কাজ করেন। আর এবার কলকাতার বুকে বিরাট বিনিয়োগ করতে চলেছে এই কোম্পানি।
সূত্রের খবর, কলকাতার নিউ টাউনে এবার বিরাট কর্মসংস্থান তৈরি করতে পারে এই কোম্পানি। আর সেই কারণেই এখানে অনেক শূন্যপদ তৈরি হতে চলেছে। এর ফলে রাজ্যের বহু বেকার যুবক ও যুবতী চাকরির মুখ দেখতে পাবেন। একইসঙ্গে অনেকেই ইনফোসিসে চাকরির স্বপ্নপূরণ করতে পারবেন। জানা গেছে, কলকাতায় শীঘ্রই ৩,১০০ শূন্যপদ তৈরি করতে পারে এই কোম্পানি।
উল্লেখ্য, বর্তমানে কলকাতার নিউ টাউনের একটি ছোট্ট ভাড়া অফিসে এই কোম্পানির কাজকর্ম হয়। সেখানে মোটামুটি ৪০০ জন কর্মী কাজ করেন। তবে এবার এক বিরাট কমপ্লেক্স তৈরি হবে। আর সেখানেই চাকরি পাবেন অনেকেই। প্রসঙ্গত, এই ভাবনাচিন্তা শুরু হয় বাম আমলে। ২০০৮ সাল তখন। তারপর রাজ্যে পালাবদল ঘটে। যদিও ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইটি কোম্পানির জন্য জমি দেওয়ার কথা ঘোষণা করে। জানা গেছে, এই ক্যাম্পাস নির্মাণের জন্য কলকাতার নিউটাউনের বুকে ৫০ একর জমি কিনে ইনফোসিস। তারপর ২০১৯ সালে শুরু হয় ক্যাম্পাস নির্মাণের কাজ।
প্রসঙ্গত, গত বছর মার্চে রাজ্য সরকারের এক আধিকারিক এই বিষয়ে বলেন, “এই শহরে ইনফোসিসের ক্যাম্পাস তৈরির কাজ প্রায় শেষ। মূলত কোভিডের সময় ওয়ার্ক ফর্ম হোম চালু হয় ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কোম্পানিগুলি বড় বিনিয়োগ করতেও রাজি ছিল না। সেই কারণেই কাজ শেষ করতে দেরি হল।” আর এবার এই কর্মযজ্ঞ রূপায়িত হতে চলেছে। এই বিষয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।