প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Job: নিউটাউনে ইনফোসিসের বিরাট কমপ্লেক্স, চাকরি পাবেন রাজ্যের ৩,১০০ যুবক-যুবতী

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বিগত সময়ের দীর্ঘ লকডাউনে গোটা বিশ্বে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন।কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে অনেকেই নানা খুচরো কাজে নিজেদের নিয়োজিত করছেন। এর মাঝে আবার অনেক ক্ষুদ্র সংস্থা তাদের আশার আলো দেখাচ্ছে। আর এবার এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ইনফোসিস। উল্লেখ্য, ইনফোসিস হল একটি ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা। এটি ভারতের অন্যতম পুরনো এবং প্রধান তথ্যপ্রযু্ক্তি সংস্থা। ইনফোসিস অর্থ, বীমা, উৎপাদন এবং অন্যান্য ডোমেনের সংস্থাগুলি সফ্টওয়্যার বিকাশ, রক্ষণাবেক্ষণ এবং স্বতন্ত্র বৈধকরণ পরিষেবা সরবরাহ করে। সেই কারণে এই কোম্পানিতে চাকরির স্বপ্ন অনেকেই দেখেন।

বর্তমানে ইনফোসিস কোম্পানিতে দুই লক্ষের বেশি কর্মী কাজ করেন। আর এবার কলকাতার বুকে বিরাট বিনিয়োগ করতে চলেছে এই কোম্পানি। সূত্রের খবর, কলকাতার নিউ টাউনে এবার বিরাট কর্মসংস্থান তৈরি করতে পারে এই কোম্পানি। আর সেই কারণেই এখানে অনেক শূন্যপদ তৈরি হতে চলেছে। এর ফলে রাজ্যের বহু বেকার যুবক ও যুবতী চাকরির মুখ দেখতে পাবেন। একইসঙ্গে অনেকেই ইনফোসিসে চাকরির স্বপ্নপূরণ করতে পারবেন। জানা গেছে, কলকাতায় শীঘ্রই ৩,১০০ শূন্যপদ তৈরি করতে পারে এই কোম্পানি।

উল্লেখ্য, বর্তমানে কলকাতার নিউ টাউনের একটি ছোট্ট ভাড়া অফিসে এই কোম্পানির কাজকর্ম হয়। সেখানে মোটামুটি ৪০০ জন কর্মী কাজ করেন। তবে এবার এক বিরাট কমপ্লেক্স তৈরি হবে। আর সেখানেই চাকরি পাবেন অনেকেই। প্রসঙ্গত, এই ভাবনাচিন্তা শুরু হয় বাম আমলে। ২০০৮ সাল তখন। তারপর রাজ্যে পালাবদল ঘটে। যদিও ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইটি কোম্পানির জন্য জমি দেওয়ার কথা ঘোষণা করে। আর এবার এই কর্মযজ্ঞ রূপায়িত হতে চলেছে। এই বিষয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।