প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

UPSC Jobs: বনবিভাগের অফিসার পদে নিয়োগ, স্নাতক যোগ্যতায় মিলবে IAS, IPS-এর সমকক্ষ চাকরি

ভারতের সবথেকে কঠিন পরীক্ষা বলে বিবেচিত হয় UPSC। কারণ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নেওয়া এই পরীক্ষার মাধ্যমেই বেছে নেওয়া হয় দেশের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকদের। তাই সবাই এই কঠিন পরীক্ষা পাশ…

Published By: Debaprasad Mukherjee | Published On:

ভারতের সবথেকে কঠিন পরীক্ষা বলে বিবেচিত হয় UPSC। কারণ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নেওয়া এই পরীক্ষার মাধ্যমেই বেছে নেওয়া হয় দেশের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকদের। তাই সবাই এই কঠিন পরীক্ষা পাশ করতে পারেন না। কারণ এই পরীক্ষার সিলেবাস যেমন একদিকে মহা সমুদ্রের মতো, তেমনই বুদ্ধিমত্তা, বিচার ক্ষমতা, সামাজিক দৃষ্টিভঙ্গি সহ সংযমী জীবনযাপনের মতো গুনকেও ধরা হয় এই পরীক্ষার যোগ্যতা হিসেবে। তাই লাখে একজন UPSC পাশ করে থাকেন। আর যারা এই জার্নিটা সফলভাবে পার করতে পারেন, তাদের গল্পগুলো ছড়িয়ে পড়ে সারা দেশে।

এখন অনেক সিনেমায়, ওয়েবসিরিজে যেমন দেখানো হচ্ছে IAS অফিসার তৈরি হওয়ার স্বপ্নকে, অন্যদিকে অনেকেই শুরু থেকেই লক্ষ্যে অবিচল। তবে UPSC পরীক্ষায় পাশ করে শুধুমাত্র IAS বা IPS হওয়া যায়না, সিভিল সার্ভিসের আরেকটি বিভাগ হল IFS, অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। এককথায় বনবিভাগের উচ্চপদস্থ অফিসার। এবার এই পদের জন্য প্রকাশিত হল বিজ্ঞপ্তি। দেশের লাখ লাখ প্রার্থী আবেদন করতে পারে এই পদের জন্য। সময় এখনো রয়েছে। এখন জেনে নিন এই কর্মখালির বিষয়ে বিস্তারিত কিছু তথ্য।

● শূন্যপদ: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে ১৫০ শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদের বিজ্ঞপ্তির নোটিশ নং হল 06/2024-IFoS। নোটিস দেওয়া হয়েছে ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে। এই পদে নিয়োগের পর প্রার্থীরা বেতন পাবেন সপ্তম পে কমিশনের ম্যাট্রিক্স লেভেল-১১ অবধি।

● শিক্ষাগত যোগ্যতা ও বয়স: এক্ষেত্রে আবেদনকারীকে পশুপালনবিদ্যা অথবা ভেটেনারী সায়েন্স অথবা উদ্ভিদবিদ্যা অথবা রসায়নবিদ্যা অথবা জিওলোজি অথবা গণিত অথবা পদার্থবিদ্যা অথবা স্ট্যাটিস্টিক্স স্ট্রিমে স্নাতক হতে হবে। যাদের বয়স ০১.০১.২০২৪ তারিখের মধ্যে ৩২ বছরের মধ্যে হতে হবে।

● নিয়োগের প্রক্রিয়া: এইসব শূন্যপদে নিয়োগের জন্য দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে মেইন পরীক্ষা। শেষমেষ ইন্টারভিউ নেওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তারপর দেওয়া হবে নিয়োগপত্র।

● আবেদন পদ্ধতি: এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য প্রথমেই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট http://www.upsconline.nic.in-এ যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সব নথি দিয়ে নির্ভুলভাবে ভার্চুয়াল ফরম ফিলাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথির প্রতিলিপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। তারপর আবেদন ফি দিয়ে সাবমিট করে দিতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণী ও প্রতিবন্ধীদের আবেদন ফি দিতে হবেনা। তবে বাকিদের ১০০ টাকা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ০৫.০৩.২০২৪।