পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বেকারত্বের হার বাড়ছে দিন দিন। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকার যুবক ও যুবতীদের সংখ্যাটা। আর রাজ্যে একাধিক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সামনে আসায় এখন কার্যত দিশেহারা রাজ্যের শিক্ষিত যুব সমাজ। তবে ছবিটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে এতটা ভয়াবহ, তা কিন্তু নয়। গোটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের সংখ্যা। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন।
আর এই অবস্থায় রাজ্যের বেকার যুবক ও যুবতীদের এখ। সুখবর শোনাল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যে অনেক শুন্য পদে শীঘ্রই হবে নিয়োগ, এমনটাই জানা গেছে নবান্ন সূত্রে। এর ফলে হাজার হাজার বেকার যুবক ও যুবতী কর্মসংস্থান পেতে চলেছেন বলে খবর। ইতিমধ্যে বেশ কিছু নিয়োগ হয়ে গিয়েছে। আবার বেশ কিছু নিয়োগের ঘোষণা লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই হতে পারে বলে সূত্রের খবর। এখন একনজরে দেখে নিন যে কোন দফতরে আসন্ন সময়ে নিয়োগ করতে পারে মমতা সরকার।
● পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে নিয়োগ: সম্প্রতি রাজ্য সরকারের এই দফতরের তরফে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে হল হয়েছে যে শীঘ্রই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ- পঞ্চায়েতের এই তিনটি স্তরেই নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট ৬,৬৫২ শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানা গেছে নবান্ন সূত্রে।
● ফায়ার ব্রিগেডে নিয়োগ: নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই ফায়ার ব্রিগেডে আরো ১,০০০ শূন্যপদ প্রকাশিত করা হতে পারে। ফায়ার অপারেটর পদে এই নিয়োগ হবে। জানা গেছে, ইতিমধ্যে এই পদে নিয়োগের সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা।
● কলকাতা পুলিশে নিয়োগ: ইতিমধ্যে কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি-কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। ৩,৮০০ শূন্যপদে হবে এই নিয়োগ। ১ মার্চ, ২০২৪ থেকে এই পদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
● রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ: ইতিমধ্যে রাজ্যের ২০২ টি ছোট, বড় ও সাইবার ক্রাইম থানায় মোট ৫২৯ টি সাব-ইন্সপেক্টরের শূন্যপদ তৈরি হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে।
● বেসরকারি নিয়োগ: পুরুলিয়ায় গিয়ে রঘুনাথপুর ইস্পাত কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি ঘোষণা করেন যে আগামী দিনে এই কারখানায় ৮,০০০ শূন্যপদ তৈরি হতে চলেছে।