শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ কাজ হারিয়েছেন, কদু আবার কাজ খুঁজছেন। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অন্তর্গত সিআউ সুরক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয়েই পেতে পারেন এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: পশ্চিমবঙ্গ সিআউ সুরক্ষা দপ্তর হাউস মাদার এবং প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করবে। মোট শূন্যপদ ২ টি। এই শুন্যপদের বিজ্ঞপ্তির নম্বর হল 2492(23)-WCD-17016/1/2022। প্যারামেডিক্যাল স্টাফ হিসেবে পদে নিয়োগের পর কর্মীর বেতন হবে ১২,০০০ টাকা এবং হাউস মাদার পদের মাসিক বেতন হবে ১৪,৫৬৪ টাকা।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যে হাউস মাদার পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে আবেদনের জন্য আবেদনকারীকে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে প্যারামেডিক্যাল স্টাফের জন্য প্রার্থীকে নার্সিং অথবা ফার্মেসি বিভাগে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
◆ বয়সসীমা: এই দুটি পদের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং ওবিসি প্রার্থীদের সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় থাকবে।
◆ আবেদন পদ্ধতি: এক্ষেত্রে অনলাইন নয়, অফলাইনে আবেদন করতে হবে। জন্য প্রথমে শিশু সুরক্ষা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। সেটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর সব নথির প্রতিলিপি সহ এটিকে জমা দিতে হবে ডাকযোগে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: District Child Protection Unit, Nadia (Social Welfare Section), Office of The District Magistrate, Nadia। আবেদনের শেষ তারিখ ৭ ই মার্চ, ২০২৪।
Disclaimer: সম্পূর্ন নিজের দায়িত্বে কর্মখালির জন্য আবেদন করুন। সামাজিক মাধ্যমে নিয়োগের বিষয়ে কোনরূপ প্রতারণার শিকার হলে তার দায়ভার বহন করেনা Hoophaap।