প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

HS Exam: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট সুবিধা, পরীক্ষার দিনে বাড়তি স্টপেজ দেবে সব লোকাল ট্রেন

পশ্চিমবঙ্গের শিশুদের বড় হওয়ার আগেই ভর্তি করা হয় স্কুলে। প্রথমে প্রাইমারি স্কুল, তারপর সেকেন্ডারি স্কুল। আর এই সেকেন্ডারি স্কুলের এক শিক্ষার্থীর মূল টার্গেট হলো মাধ্যমিক পরীক্ষা। কারণ একজন পড়ুয়ার জীবনের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

পশ্চিমবঙ্গের শিশুদের বড় হওয়ার আগেই ভর্তি করা হয় স্কুলে। প্রথমে প্রাইমারি স্কুল, তারপর সেকেন্ডারি স্কুল। আর এই সেকেন্ডারি স্কুলের এক শিক্ষার্থীর মূল টার্গেট হলো মাধ্যমিক পরীক্ষা। কারণ একজন পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। তবে এখানেই শেষ নয়, কারণ মাধ্যমিক পাস করার একবছর পর আরো একটি অন্যতম বড় পরীক্ষা হল উচ্চমাধ্যমিক। এই দুই পরীক্ষার মধ্যে উচ্চমাধ্যমিক হল সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপর এক শিক্ষার্থীর ভবিষ্যতের রূপরেখা নির্ধারিত হয়ে থাকে।

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে শীঘ্রই। আগামী ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২৯ শে ফেব্রুয়ারি অবধি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছর পরীক্ষার নিয়মকানুন জানিয়ে দিয়েছে। সকাল ৯.৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা চলবে দুপুর ১.০০ পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পৌঁছাতে হবে পরীক্ষা কেন্দ্রে। অর্থাৎ, সকাল ৯.১৫-র মধ্যে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে গিয়ে চেক-ইন করতে হবে। আর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি বড় ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন। সেটি কি? জেনে নিন।

পরীক্ষার দিনগুলি যেহেতু অফিসের কর্মদিবসে পড়েছে সেই কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে পারে। তবে তাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে। কারণ এবার শিয়ালদহ শাখার ২১ টি ট্রেনে স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, পরীক্ষা চলাকালীন এগারো দিন এই বাড়তি স্টপেজ দেবে সমস্ত লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। সূত্রের খবর, আগামী ১৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি ও ২৯ ফেব্রুয়ারি- মোট ১১ দিন মিলবে এই পরিষেবা।

রেল সূত্রে জানা গেছে, এই এগারো দিন শিয়ালদহ থেকে কাটোয়া যাওয়ার ট্রেন এবং শিয়ালদহ থেকে বনগাঁ যাওয়ার ট্রেনগুলি বাড়তি স্টপেজে দাঁড়াবে। এছাড়াও, শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর শাখার যেসব ইএমইউ বা প্যাসেঞ্জার ট্রেন সকাল ৮.০০ থেকে ৯.৪৫ ও দুপুর ১.০০ থেকে দুপুর ২.৩০-এর মধ্যে চলে, সেগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালাখালি হল্টে দাঁড়াবে। অন্যদিকে, বারাসত-বনগাঁ শাখায় সংহতি ও বিভূতিভূষণ হল্টেও এই সময়ের মধ্যে যে সমস্ত ট্রেন দাঁড়াবে।