ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL হল একটি ভারতীয় সরকারের মালিকানাধীন কোম্পানি। এটি মূলত একটি মহাকাশ এবং প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি। এই কোম্পানি স্থল এবং মহাকাশের নানা কাজের জন্য উন্নতমানের নানা ইলেকট্রনিক পণ্য তৈরি করে, যা কাজে লাগে দেশের নানান কাজে। সেই কারণেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ষোলটি PSU-এর মধ্যে একটি হল এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সেই কারণেই এই সংস্থা ভারত সরকার কর্তৃক নবরত্ন মর্যাদা লাভ করেছে।
দেশের চাকরির আকাল পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL। জানা যাচ্ছে, যেকোনো ট্রেডে ইঞ্জিনিয়ারিংযে স্নাতক ডিগ্রিধারী যুবক ও যুবতীদের একাধিক পদে নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। সম্প্রতি, একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫১৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ২১০ টি, OBC প্রার্থীদের জন্য ১৩৯ টি, EWS প্রার্থীদের জন্য ৫২ টি, SCপ্রার্থীদের জন্য ৭৭ টি এবং ST প্রার্থীদের জন্য ৩৯ টি শূন্যপদ রয়েছে। আপাতত ট্রেনি ইঞ্জিনিয়ার পদে তাদের নেওয়া হবে। পরে তাদের ইঞ্জিনিয়ার পদে নিয়োগপত্র দেওয়া হবে। নিয়োগের পর প্রার্থীদের বেতন হবে মাসে ৩০ হাজার টাকা।
◆ শিক্ষাগত যোগ্যতা: এই ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন করা যাবে যদি আবেদনকারী কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ট্রেডে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ওয়াশ করে থাকেন। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।
◆ বয়সসীমা: এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। তার জন্য প্রথমে ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফরম ফিলাপ করতে হবে। সেখানে নির্ভুলভাবে বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি টাইপ করতে হবে। তারপর সব বৈধ নথি স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে আবেদন। এক্ষেত্রে শুধুমাত্র অসংরক্ষিত, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১৫০ টাকা। আবেদনের শেষ তারিখ ১৩.০৩.২০২৪।