প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

AIIMS: কেন্দ্রীয় সরকারি সংস্থায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে

কয়েকবছর আগেই কেটেছে করোনা অতিমারীর আতঙ্ক। সেই সময়ের ভয়াবহতার কথা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু ছবি। তবে সেসব এখন অতির। কিন্তু এই দুর্বিষহ সময় কাটিয়ে উঠে জনজীবন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

কয়েকবছর আগেই কেটেছে করোনা অতিমারীর আতঙ্ক। সেই সময়ের ভয়াবহতার কথা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু ছবি। তবে সেসব এখন অতির। কিন্তু এই দুর্বিষহ সময় কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটলেও, এই সময়ে তীব্র মন্দা চাকরির বাজারে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই কমেছে বিজ্ঞপ্তি। একইভাবে বেসরকারি কর্মস্থলেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।

আর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। কেউ কেউ আবার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়। অনেকেই আবার চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তবে এই অবস্থায় সুখবর শোনাল কেন্দ্র সরকারের অধীনস্থ অল ইন্ডিয়া ইস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স। শুন্যপদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে AIIMS। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই মহিলারাই চাকরির সুযোগ পাবেন। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।

● শূন্যপদ: অল ইন্ডিয়া ইস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ করা হবে। এর জন্য শূন্যপদ রয়েছে ১ টি। এই বিজ্ঞপ্তি নং হল- AIIMS/BTI/RC/Project/1361। নিয়োগের পর প্রার্থীদের বেতন হবে মাসে ২৯,২০০ টাকা।

● বয়সসীমা: এই চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স আবশ্যিকভাবে ৩০ বছরের নিচে হতে হবে।

● শিক্ষাগত যোগ্যতা: এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড বিস্তারিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে জানানো হয়েছে যে আবেদনকারীকে আবশ্যিকভাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। একইসঙ্গে কম্পিউটারের বিভিন্ন সফ্টওয়ারে কাজে দক্ষতা থাকতে হবে।

● আবেদন প্রক্রিয়া: এই শুন্যপদের জন্য আবেদনকারীদের আগের থেকে আবেদন করতে হবে না। যেহেতু ইন্টারভিউয়ের মাধ্যমে এই লোড নিয়োগ হবে, তাই শুধুমাত্র ইন্টারভিউয়ের ঠিকানায় নির্দিষ্ট দিনে সব নথি নিয়ে পৌঁছালেই হবে। ১ এপ্রিল, ২০২৪ তারিখে হবার এই ইন্টারভিউ। ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায়- ALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, BATHINDA JODHPUR ROMANA, MANDI DABWALI ROAD, BATHINDA, PUNJAB- 151001।