প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Bank Job: অ্যাপ্রেন্টিস হিসেবে ৩,০০০ শূন্যপদে নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাঙ্ক, স্নাতকরা সকলে আবেদনযোগ্য

দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন। কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। অনেকেই এই সময়ে কাজ হারিয়েছেন। কারো আবার চাকরি হয়েও হয়নি সেই সময়। সেইসব কারণেই শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন।

তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। ইতিমধ্যে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।

 

◆ শূন্যপদ: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাতে জানানো হয়েছে যে মূলত অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ৩,০০০।

◆ শিক্ষাগত যোগ্যতা: এই পদে পুরুষ ও মহিলা যে কেউ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। তবে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড রয়েছে এক্ষেত্রে। আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। একইসঙ্গে কম্পিউটারের নানা কাজে এবং কমিউনিকেশনে দক্ষ হতে হবে।

◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এই পদের জন্য আবেদন করতে হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। প্রথমেই ওয়েবসাইটে ঢুকে সবার আগে Apply Against Advertised Vacancy লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে Apprenticeship with Central Bank of India অপশনে গেলেই Apply অপশন দেখতে পাবেন। এবার সেখানে ক্লিক করুন এবং আবেদনপত্রটি নির্ভুল তথ্য দিয়ে পূরণ করুন এবং নথি আপলোড করুন। এবার অনলাইনে পেমেন্ট করে আবেদনপত্রটি জমা করুন। তপশিলি জাতি এবং উপজাতি, অনগ্রসর শ্রেণী ও মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ৬০০ টাকা, বিশেষভাবে সক্ষম আবেদনকারীর জন্য আবেদন ফি ৪০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন করা যাবে ৬ মার্চ, ২০২৪ অবধি।