শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ যেমন এই কঠিন সময়ে কাজ হারিয়েছেন, কেউ আবার কাজ খুঁজছেন দীর্ঘদিন ধরে। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের আবার কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে এয়ারপোর্ট দফতর। সম্প্রতি, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। একাধিক পদে হবে নিয়োগ। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র নূন্যতম যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয়েই পেতে পারেন এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন এয়ারপোর্টে মোট ৪৯০ শূন্যপদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যেসব পদে নিয়োগ হবে সেগুলি হল- জুনিয়র এক্সিকিউটিভ (আর্কিটেকচার), জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং সিভিল), জুনিয়র এক্সিকিউটিভ (ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল), জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রনিক্স) এবং, জুনিয়ার এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি) পদে নিয়োগ হবে।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যেহেতু একাধিক পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাই এখানে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড আলাদা আলাদা রয়েছে। প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
◆ বয়সসীমা: এই সমস্ত পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এর থেকে বেশি বয়সীরা এক্ষেত্রে চাকরির সুযোগ পাবেন না।
◆ আবেদন পদ্ধতি: এইসব শুন্যপদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য প্রথমেই আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ, www.aai.aero.com-এ যেতে হবে। হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’ সেকশন খুঁজে সেখানে ঢুকে নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে। এবার স্ক্রিনে থাকা ভার্চুয়াল আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবার এসব নথি চাওয়া হয়েছে সেগুলি আপলোড করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফি পেমেন্ট করতে হবে। এরপর সবটা যাচাই করে সাবমিট করলেই হয়ে যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ১ মে, ২০২৪।