দেশে ‘অগ্নিপথ’ প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের নতুন নতুন ‘ট্যুর অফ ডিউটি’ প্রকল্পের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অগ্নিপথ’-এর মাধ্যমে দেশের তিন সেনাবাহিনীতে অফিসারের নিচু পদে অস্থায়ীভাবে চার বছরের জন্য নিয়োগ করে সরকার। এই পদে যাদের নিয়োগ করা হয়, তাদের ‘অগ্নিবীর’ বলা হয়। চাকরির শুরুতে এই অগ্নিবীররা ৩০,০০০ টাকা বেতন পান। চার বছরের পর বেতন বেড়ে দাঁড়াবে ৪০,০০০ টাকা। এছাড়াও চার বছরের মেয়াদ শেষে প্রত্যেক সৈনিককে এককালীন ১১.৭১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র।
এবার দেশের অনেকেই ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন দেখেন। তাদের জন্য দুর্দান্ত সুযোগ এই অগ্নিবীর পদের নিয়োগ। আর এবার এমন ইচ্ছুক চাকুরীপ্রার্থীদের জন্য এসেছে বড় সুখবর। কারণ সম্প্রতি, অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি কিংবা আপনার বাড়ির কেউ যদি এই চাকরির সন্ধান করেন, তাহলে এই খবরটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন একনজরে দেখে নিন এই পদে আবেদনের বিস্তারিত তথ্য।
◆ শূন্যপদের বিস্তারিত: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জেনারেল ডিউটি ও ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। তবে কতগুলি শূন্যপদে নিয়োগ হবে, তা প্রকাশিত হয়নি।
◆ বয়সসীমা ও আবেদনের তারিখ: এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭ বছর থেকে ২১ বছরের মধ্যে। ইতিমধ্যে ৮ ই ফেব্রুয়ারি থেকে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন করা যাবে ২১ শে মার্চ অবধি।
◆ শিক্ষাগত যোগ্যতা: এইসব পদে আবেদনের জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন পড়বে। জেনারেল ডিউটি পদের জন্য আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। এছাড়াও ট্রেডসম্যান পদের জন্য আবেদনকারীকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
◆ আবেদন পদ্ধতি: এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য প্রথমেই ভারতীয় সেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in- এ ঢুকতে হবে। ওয়েবসাইটের হোম পেজ খুললে সেখানে অগ্নিবীর অ্যাপ্লাই বা লগইন অপশনে ক্লিক করতে হবে।এরপর আবেদনকারীকে রেজিস্টার করতে হবে। এবার ভার্চুয়াল ফরম সামনে এলে সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। এবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই সম্পূর্ন হবার আবেদন প্রক্রিয়া।