একজন পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। সেই কারণেই পরীক্ষার ফলাফলের উপর এক শিক্ষার্থীর ভবিষ্যতের রূপরেখা নির্ধারিত হয়ে থাকে। তাই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়ায় মাধ্যমিক। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে। কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯:৪৫ থেকে। আর সেইমতো পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকেই।
আর এই মাধ্যমিক পরীক্ষা কিন্তু পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে বসে দিতে পারেনা। এই পরীক্ষার সেন্টার পড়ে বাইরের স্কুলে। সেই কারণে অনেক পড়ুয়াকে বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়। এবার সকলের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তবে এবার এই বিষয়ে পড়ুয়াদের সহায়তা করতে দারুন একটি উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের খবর মাধ্যমিক পরীক্ষার্থী বা তাদের অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনার পরিচিত কেউ মাধ্যমিক পরীক্ষার্থী হলে তাকে এই বিষয়টি জানিয়ে সহায়তা করুন।
এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং বাস মালিক সংগঠনগুলি। জানা গেছে, এবার থেকে এই জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে। এই মর্মে একটি ঘোষণা করে জানানো হয়েছে যে ২০২৪ সালের পরীক্ষার্থীদের ফ্রি বাস পরিষেবা দেওয়া হবে। অর্থাৎ বাসে যাতায়াত করতে কোনো ভাড়া দিতে হবেনা পরীক্ষার্থীদের। তবে তাদের সঙ্গে অভিভাবকরা যদি তাদের সঙ্গে যাতায়াত করেন তাহলে তাদের গুনতে হবে ভাড়া। কিন্তু পরীক্ষার্থীদের থেকে বাস ভাড়া নেওয়া হবেনা বলেও জানা গেছে।
এছাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতার স্বার্থে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে পর্ষদ। জানা গেছে, ২৪ ঘন্টা চালু থাকবে এই হেল্পলাইন নম্বরগুলি। আগামী ১২ ই ফেব্রুয়ারি অবধি খোলা থাকবে এই হেল্পলাইন। তবে জোন অনুযায়ী আলাদা আলাদা হেল্পলাইন নম্বর রয়েছে। কলকাতার পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৯, বর্ধমানের পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৭, মেদিনীপুরের পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৫২ এবং উত্তরবঙ্গের পড়ুয়াদের ক্ষেত্রে হেল্পলাইন নম্বর হল ৯১৪৭১৩৫৭৪৮।