বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার সহ একাধিক সরকারি দফতর। এবার আপনিও যদি সরকারি চাকরি খুঁজছেন এবং আপনিও তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই নিবন্ধটি আপনার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই একনজরে দেখে নিন যে এই মাসে কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনি।
● রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ: রাজ্যের একাধিক পৌরসভায় কর্মী নিয়োগ হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে। অনলাইনে ফরম ডাউনলোড করে তা ফিলাপ করে জমা করতে হবে। এই সমস্ত পদের জন্য ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ তারিখ- ৩ ফেব্রুয়ারি, ২০২৪।
● পৌরসভায় ক্লার্ক নিয়োগ: আপনি ক্লার্কের চাকরি খুঁজলে আপনার জন্য একটি দারুন সুযোগ রয়েছে। রাজ্যের বিভিন্ন পৌরসভায় ক্লার্ক নিয়োগ হবে। এর জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা উটর হবে উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। অনলাইনে আবেদন করতে হবে ৭ ফেব্রুয়ারি, ২০২৪-এর মধ্যে।
● শিক্ষা দফতরে ক্লার্ক নিয়োগ: রাজ্যের শিক্ষা দফতরে ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২৪।
● জেলা পরিষদে কর্মী নিয়োগ: এই পদের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সহ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিভাগে সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে৫০ বছরের মধ্যে। অফলাইনে আবেদন ককরে যাবে এই পদের জন্য। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪।
● রাজ্যের স্কুলে ‘গ্রুপ- ডি’ পদে নিয়োগ: এক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অফলাইনে আবেদন করতে হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি, ২০২৪।