আজকালকার দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি নাগপাশে আবদ্ধ হয়েছে গোটা দেশ। আর সাধারণ মধ্যবিত্তদের জীবনধারাও এমনভাবে সজ্জিত হয়েছে, যেখানে দরকার পড়ে অনেক দামিদামি জিনিসপত্রের। কিন্তু দরকার পড়লেও সামর্থ্য কুলোয় না অনেকের। এক্ষেত্রে বাড়ি বানানো একটি ব্যয়বহুল বিষয়। কারণ এই কাজে একই সময় অনেকটা পরিমান টাকার দরকার পড়ে অনেকের। একইভাবে গাড়ি কেনাও একইরকম ব্যয়বহুল ব্যাপার। কিন্তু সেই পরিমান টাকা সেই মুহূর্তে না পেয়ে অনেকেই লোনের বিষয়ে চিন্তাভাবনা করেন।
এদিকে নানা ব্যাঙ্ক বা সংস্থায় হোম লোন বা কার লোন পাওয়া গেলেও State Bank of India-তে এই ধরণের বিষয়ের জন্য বেশি জনপ্রিয়। তার কারণ যেমন একদিকে SBI হল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। পাশাপাশি এই ব্যাঙ্ক গ্রাহকদের কম সুদের হারে লোন দেয়। তাই অনেকেই কাছেই নানা লোনের একমাত্র ঠিকানা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার কারণ হল এই ব্যাঙ্কের ভরসা এবং আকর্ষণীয় সব সুবিধা। তাই এই ব্যাঙ্কের দ্বারস্থ হতে হয় শতাধিক গ্রাহককে। আর এবার গ্রাহকদের হোম লোনের ক্ষেত্রে বড় সুবিধা দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক। আপনিও এমন চিন্তাভাবনা করলে এবং আপনি এসবিআই গ্রাহক হলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।
লোন নিতে গেলে অনেক দিকে গ্রাহকদের নজর রাখতে হয়। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হল সুদের হার। কারণ যে ব্যাঙ্ক বা সংস্থায় সুদের হার কম হয়, সেখান থেকে লোন নেওয়া গ্রাহকদের জন্য লাভজনক হয়ে থাকে। আর এই সুদের হার সব গ্রাহকের ক্ষেত্রে এক হয়না। সুদের হার তারতম্য ঘটে গ্রাহকের সিবিল স্কোরের উপর। তবে যেকোনো সিবিল স্কোরের ক্ষেত্রেই এবার স্টেট ব্যাঙ্ক সুদের হারে ছাড় দিচ্ছে ব্যাপকভাবে। ফ্লেক্সিপে থেকে শুরু করে এনআরআই, নন-স্যালারি, প্রিভিলেজ এবং নিজ বাড়ি সহ সমস্ত প্রকার হোম লোনের জন্য স্টেট ব্যাঙ্কের এই সুবিধা এবার থেকে বৈধ বলে বিবেচিত হতে চলেছে। এবার একনজরে দেখে নিন যে কেমন সিবিল স্কোর থাকলে কেমন সুদের হারে হোম লোন পাওয়া যাবে স্টেট ব্যাঙ্ক থেকে।
কোনো গ্রাহকের সিবিল স্কোর ৭৫০ থেকে ৮০০ কিংবা তার বেশি হলে হোম লোনের ক্ষেত্রে ছাড় মিলবে ৫৫ বেসিস পয়েন্ট। সেখানে ৯.১৫ শতাংশের পরিবর্তে ৮.৬০ শতাংশ সুদের হারে লোন মিলবে। যেখানে ছাড় না দিয়ে সুদের হার ৯.১৫ শতাংশ। কোনো গ্রাহকের সিবিল স্কোর ৭০০ থেকে ৭৪৯-র মধ্যে হলে হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৯.৩৫ শতাংশের পরিবর্তে ৮.৭০ শতাংশ হবে। কোনো গ্রাহকের সিবিল স্কোর ৬৫০ থেকে ৬৯৯ এবং ৫৫০ থেকে ৫৪৯-এর মধ্যে হলে কোনো কোনো ছাড় মিলবে না। এক্ষেত্রে সুদের হার হবে ৯.৪৫ শতাংশ ও ৯.৫০ শতাংশ। এছাড়াও গ্রাহকের সিবিল স্কোর ১৫১ থেকে ২০০-র মধ্যে হলে মাত্র ৮.৭০ শতাংশ সুদের হারে হোম লোন পাওয়া যাবে।