প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

CBI: নিজাম প্যালেসে হাজিরা দিলেন অদিতি মুন্সির স্বামী, জমা দিলেন সন্দেহজনক নথি!

লোকসভা ভোটের আগে ফের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এই দুর্নীতি যেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গলায় কাঁটা হয়ে বিঁধে রয়েছে ২০২২ সাল থেকেই। কারণ ২০২২-এর…

Published By: Debaprasad Mukherjee | Published On:

লোকসভা ভোটের আগে ফের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এই দুর্নীতি যেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গলায় কাঁটা হয়ে বিঁধে রয়েছে ২০২২ সাল থেকেই। কারণ ২০২২-এর জুলাইয়ে এই একই মামলায় গ্রেপ্তার করা হয় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আগে তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। গ্রেপ্তার হন অর্পিতাও। কিন্তু এই টাকার উৎস খুঁজতে গিয়ে নানা প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। যদিও প্রতিটি দিককে একইভাবে তদন্ত করেই এই মামলার নিষ্পত্তি ঘটাতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।

আর গত নভেম্বরে এই একই মামলার তদন্তে সিবিআই-এর র‍্যাডারে আসে আরো এক প্রভাবশালীর বাম। তিনি হলেন তৃণমূল বিধায়ক তথা কীর্তন শিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য হলেন এই দেবরাজ চক্রবর্তী। গত নভেম্বর তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআইয়ের গোয়েন্দারা। একইসঙ্গে তার দফতরেও তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এছাড়াও তার অর্ধাঙ্গিনী অদিতি মুন্সির গানের স্কুলেও চালানো হয় তল্লাশি।

সিবিআই সূত্রে জানা গেছে, গত নভেম্বরে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে ও তার স্ত্রীয়ের গানের স্কুলে চালানো তল্লাশি অভিযানে উদ্ধার হয় এই দুর্নীতি সম্পর্কিত একাধিক নথি। সিবিআই সূত্রে খবর, গত নভেম্বরের দেবরাজের বাড়ি থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র উদ্ধার হয়। আর সেগুলিকে বাজেয়াপ্ত করে সিবিআই। তারপর থেকেই দেবরাজকে নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় নিজাম প্যালেস থেকে। এরপর গত বৃহস্পতিবার দেবরাজ এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করে সিবিআই। টানা সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেবরাজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই।

আর এবার সেই নির্দেশ মেনে বুধবার সেইসব নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দিলেন দেবরাজ চক্রবর্তী। তবে এই বিষয়ে তিনি নিজে কিছু জানান নি। কিন্তু গত বৃহস্পতিবার, তিবি নিজাম প্যালেস থেকে বেরিয়ে বলেন, “আমার বাড়িতে ওঁরা কিছু নথি পেয়েছিলেন। সে গুলির ভিত্তিতে কয়েকটি তথ্য পরিষ্কার করে জানতে চেয়েছিলেন ওঁরা। সেই নিয়ে কথা হয়েছে। এ ছাড়া, আরও কিছু নথি আমার থেকে চেয়েছেন। ৩১ তারিখ আবার ডেকেছেন। সে দিন এসে বাকি নথি জমা দিয়ে যাব” তাই এই নথি নিয়েই যে দেবরাজ বুধবার আসেন নিজাম প্যালেসে, তা কারো বুঝতে অসুবিধা হয়নি।