প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Ram Mandir: কবে সম্পূর্ন হবে রাম মন্দির নির্মাণের কাজ! কাজ চলাকালীন বন্ধ থাকবে রামলালার দর্শন!

দীর্ঘ পাঁচ শতাব্দী পর ফের রাম জন্মভূমি অযোধ্যার বুকে প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান শ্রী রাম। গত ২২ শে জানুয়ারি পুণ্য দিনের অভিজিৎ মুহূর্তে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী…

Published By: Debaprasad Mukherjee | Published On:

দীর্ঘ পাঁচ শতাব্দী পর ফের রাম জন্মভূমি অযোধ্যার বুকে প্রতিষ্ঠিত হয়েছেন ভগবান শ্রী রাম। গত ২২ শে জানুয়ারি পুণ্য দিনের অভিজিৎ মুহূর্তে ভগবান রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রাম ভক্তদের ভক্তির সুনামি ছড়িয়ে পড়ে দেশজুড়ে। মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরদিন অর্থাৎ, গত ২৩ শে জানুয়ারি থেকেই সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। অনেকেই রাম মন্দিরে যাওয়ার পরিকল্পনা করে নিয়েছেন ইতিমধ্যে। অনেকেই আবার ভিড় জমাচ্ছেন অযোধ্যায়। আর এর মাঝেই রাম মন্দির নিয়ে সামনে এল এক বড় আপডেট।

রাম মন্দির উদ্বোধন হয়ে গেলেও রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ন হয়নি। এই কারণটি দেখিয়ে দেশের চার শঙ্করাচার্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগদান করেন নি। তবে শুভ তিথি বেছে নিয়েই উদ্বোধন হয় রাম মন্দিরের। কিন্তু জানা গেছে, শুধুমাত্র মন্দিরের গর্ভগৃহ এবং মন্দিরের প্রথম তলের সামনের অংশের কাজ সম্পূর্ন হয়েছে উদ্বোধনের আগেই। এদিকে, নকশা অনুযায়ী রাম মন্দিরকে একটি ত্রিতল স্থাপত্য হিসেবে দেখানো হয়েছে। তাই সেই মতো এখনো মন্দিরের দ্বিতীয় তল ও তৃতীয় তলের কাজ বাকি রয়েছে।

এখন প্রশ্ন হল এই কাজ কবে থেকে শুরু হবে। এই বিষয়ে রাম জন্মভূমি ট্রাস্টের তরফে একটি বড় আপডেট দেওয়া হয়েছে। ট্রাস্ট জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকেই ফের মন্দির নির্মাণের কাজ শুরু হবে। একজোড়া করেন দিয়ে এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারা। দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ শ্রমিক ও ইঞ্জিনিয়ার এই কাজে নিযুক্ত হবেন বলে জানা গেছে। তারাই এতদিন মন্দিরের এই কাজ সম্পন্ন করেছেন। মন্দিরের উদ্বোধন উপলক্ষে তাদের একমাসের ছুটি দেওয়া হয়। তবে শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানা গেছে। ডিসেম্বরের মধ্যে এই কাজ সমাপন করার লক্ষ্য রয়েছে বলে জানা গেছে।

কিন্তু মন্দির নির্মাণের কাজ শুরু হলে কিভাবে রামলালার দর্শন করবেন? এই প্রশ্নের উত্তর এখনো দেয়নি ট্রাস্ট। তবে বর্তমান নিয়মানুযায়ী, ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা হবে সকাল ৮ টার সময়। সকাল ৮ টা থেকে দুপুর ১ টা অবধি দর্শনের জন্য খোলা থাকবে মন্দির। ১ টা থেকে ৩ টা অবধি রামলালার মধ্যাহ্নভোজের জন্য বন্ধ থাকবে মন্দির। তবে ৩ টা থেকে রাত ১০ টা অবধি দর্শন করা যাবে রামলালার। এর মাঝেই হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা ৭ টার সেই আরতি দেখতে পারবেন সকলেই।