মানুষ হল সৌন্দর্যের পূজারী। সেই কারণেই নিজের রূপচর্চা করতে কোন মহিলাই না পছন্দ করেন। কিন্তু ব্যস্ত জীবনে এত সময় কোথায় আমাদের! সারাদিন অফিস, অফিস শেষে বাড়ির নানা কাজ, তারপর ঘুমোনোটাও জরুরি শরীরের জন্য। তাই আজকাল সময়ের অভাবে রূপচর্চা থেকে বিরত থাকেন অনেক মহিলাই। আর এই কারণেই ত্বকের নানান সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যা মিয়ে শারীরিক এমনকি সামাজিক জীবনেও নানা ভোগান্তির শিকার হতে হতে হয় আমাদের। আর এইসব সমস্যা নিয়ে টেনশন করেন অনেকেই।
এদিকে এখন চলছে শীতকাল। এই শীতকালে আবহাওয়া শুস্ক থাকে। আর বাতাসের এই শুস্কতার প্রভাব ব্যাপকভাবে পড়ে আমাদের ত্বকের উপর। এর থেকে বাদ যায়না চুলও। এই শীতে ত্বক ও চুলের সমস্যা বাড়ে। তবে বছরের অন্যান্য সময়েও এইসব সমস্যা থাকে। কিন্তু এসব নিয়ে টেনশন করার দিন এবার শেষ হতে চলেছে। কারণ আমাদের রান্নাঘরের সাধারণ একটি জিনিস দিয়েই এই সমস্যার সমাধান সম্ভব। আর সেটি হল জিরা। জিরা সব বাড়িতেই থাকে। আর এই জিরা ভেজানো জল থেকেই সমাধান হবে চুল ও ত্বকের একাধিক সমস্যার। একনজরে দেখে নিন কি কি সমাধান হবে জিরা থেকে।
● ব্রণ দূর করতে: শীত হোক বা গ্রীষ্ম বা বর্ষা, অনেক যুবক-যুবতী ব্রণের সমস্যায় ভোগেন। আবার অনেকের তারুণ্য পেরিয়ে গেলেও এই সমস্যা থেকে যায়। তিবে এই ব্রণের সমস্যা দূর করতে পারে জিরে ভেজানো জল। সারারাত একগ্লাস জলে এক চামচ জিরা ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে সেই জল পান করুন। দূর হবে ব্রন।
● ত্বকের জেল্লা বাড়াতে: শীতকালে ত্বকের জেল্লা কমে যায় বেশিরভাগ মানুষের। তার জন্য নানারকম প্রোডাক্ট ব্যবহার করি আমরা। তবে ত্বকের জেল্লা বাড়াতে পারে জিরা ভেজানো জল। নিয়মিত এই জল পান করলে ত্বক আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে।
● ত্বকের শুস্কতা কমাতে: শীতকালে শুস্ক বাতাসে বেশি ঘোরাফেরা করলে মুখ সহ সারা শরীরের ত্বক শুষ্ক হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে জিরে ভেজানো জল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পান করুন সারারাত ভিজিয়ে রাখা জিরা-জল। দূর হবে সমস্যা।
● চুলের রুক্ষ্ম ভাব দূর করতে: শীতকালে চুল রুক্ষ্ম হয়ে যায়। বিশেষ করে লম্বা চুলের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। তবে এর সমাধান রয়েছে জিরে ভেজানো জলে। প্রতিদিন নিয়ম করে একগ্লাস এই জল পান করুন। উপকার মিলবে আবশ্যিকভাবে।
Disclaimer: প্রতিবেদনটি তথ্যভিত্তিক। যেকোনো শারীরিক সমস্যায় আগে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াই শ্রেয়।