প্রথম পাতা রাজ্য দেশ আন্তর্জাতিক শিক্ষা রাজনীতি লাইফস্টাইল

Howrah Division: আরামদায়ক হল লোকাল ট্রেনের সফর, হাওড়া থেকে এই ট্রেন ধরলেই হবে দারুন অভিজ্ঞতা

বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। ভারতীয় রেলে অনেক ধরণের…

Published By: Debaprasad Mukherjee | Published On:

বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। ভারতীয় রেলে অনেক ধরণের ট্রেন চলে। সাধারণ পরিবহনের জন্য যেমন রয়েছে লোকাল বা এক্সপ্রেস ট্রেন, তেমনই আবার ভারতীয় রেল এমন কিছু ট্রেন চালায়, যা বিলাসবহুল হয় এবং সেগুলি একটি বিশেষ রুটেই চলে। তবে মূলত এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনকেই দূরের গন্তব্যে যাওয়ার জন্য বেছে নেন অনেকেই। আর এই ধরণের ট্রেনে থাকে স্লিপার কোচ থেকে এসি কোচ। কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড ক্লাস কামরাই থাকে।

তবে এই এই বিষয়টিকে বদলে ফেলতে উদ্যোগী হচ্ছে রেল। পূর্ব রেল গত বছর পুজোর আগেই ঘোষণা করেছিল যে, শীঘ্রই লোকাল ট্রেনের সঙ্গেও জুড়ে দেওয়া হবে প্রথম শ্রেণীর রেল কামরা। অর্থাৎ এবার থেকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের সব সুবিধা মিলবে লোকাল ট্রেনেই। তখন ঘোষণা হয়েছিল যে পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনের একটি রুটের ট্রেনে এই সুবিধা যোগ করা হবে। শিয়ালদহ থেকে মহিলাদের মাতৃভূমি লোকাল এই সুবিধা প্রদান করা হবে বলে শোনা গিয়েছিল। তবে সেই পরিষেবা চালু হয়েছে ২০২৪-এর শুরুতে, যা নিয়ে যাত্রীদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। আর এবার যাত্রীদের জন্য আরো এক সুখবর নিয়ে এল রেল।

শুধুমাত্র শিয়ালদহ নয়, এবার হাওড়া ডিভিশনেও অত্যাধুনিক মানের লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হল পূর্বরেল। ইতিমধ্যে, শুরু হয়েছে আধুনিক এই ট্রেনের যাত্রাপথ। সম্প্রতি, প্রজাতন্ত্র দিবসেই হাওড়া ডিভিশনে পাইলট কার রূপে এই ট্রেন চলা শুরু হয়। হাওড়া স্টেশনের ৮ নং প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ট্রেনটি। জানা গেছে, এই বিশেষ লোকাল ট্রেনে যাত্রা করলে যাত্রীদের অভিজ্ঞতা হবে ভালো। কারণ যাত্রীদের যাত্রাপথকে চমকপ্রদ করে তুলতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। সেই কারণেই চালু হল এই ১২ কোচের স্পেশ্যাল লোকাল ট্রেন।

কিন্তু ঠিক কি কি থাকবে এই ট্রেনে? পূর্ব রেল সূত্রে জানা গেছে, এই পুরো ট্রেনটি ইস্পাতের তৈরি হবে। অর্থাৎ ইস্পাতের বডিতে বেশি মজবুত হবে এই ট্রেন। একইসঙ্গে ট্রেনের প্রতিটি কামরায় যাত্রী সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে। সেই কারণে প্রতিটি সাধারণ কামরায় লাগানো হবে সিসিটিভি ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমে যাত্রীদের সব তথ্য তুলে ধরা হবে বকর ডিসপ্লের উপর। এছাড়াও মহিলা কামরায় থাকবে প্যানিক বাটন। মহিলারা যাত্রাকালে কোনরূপ বিপদে পড়লে এই বোতাম টিপলেই তার বার্তা পৌঁছে যাবে চালকের কাছে। এছাড়াও ট্রেনের প্রতিটি কামরায় নেতাজি, গান্ধীজির মতো বিপ্লবীদের ছবি থাকবে। আর এই সবটা মিলিয়ে যাত্রীরা একটি দারুন যাত্রার অভিজ্ঞতা পাবেন এই লোকাল ট্রেনে।